Spondylitis: ঘাড়ে, পিঠে নাগাড়ে ব্যথা? স্পন্ডিলাইটিস হয়নি তো?
স্পন্ডিলাইটিস (Spondylitis)। এই অসুখের নামটা অতি পরিচিত। হামেশাই বহু মানুষকে বলতে শোনা যায় যে, স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘাড়ে ব্যথা, পিঠ ও কোমরে ব্যথা, এবং আরও অনেক উপসর্গ রয়েছে এর। বিশেষজ্ঞরা জানান, সঠিক সময়ে স্পন্ডিলাইটিসের সমস্যার চিকিৎসা শুরু করলে সেরে যাওয়া সম্ভব।
কিন্তু অনেক ক্ষেত্রেই স্পন্ডিলাইটিসের সমস্যায় কী কী লক্ষণ দেখা দেয় (Spondylitis Symptoms), তা জানা না থাকার কারণে চিকিৎসা শুরু হতে দেরি হয়। এর ফলে তা ক্রনিক সমস্যায় গিয়ে দাঁড়ায়। কোন কোন শারীরিক সমস্যা দেখা দিলে বুঝবেন স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিয়েছে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে সবার প্রথমেই কোমর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শক্তভাব অনুভব এবং তার সঙ্গে ব্যথা হওয়ার লক্ষণ দেখা দেবে।
সবথেকে বেশি এই সমস্যা দেখা দেয় সকালের দিকে। মাথা ঘোরা, গা বমিভাব এবং ঘাড়ের যন্ত্রণাও এর আরও লক্ষণ। কোমর এবং ঘাড়ের জয়েন্টেও ব্যথা, যন্ত্রণা হতে পারে স্পন্ডিলাইটিসের কারণে।
চিকিৎসকদের মতে, স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দিলে শিরদাঁড়া এবং তার আশেপাশে ব্যথা, যন্ত্রণা দেখা দেয়। শিরদাঁড়ায় লিগামেন্টে টান ধরার সমস্যা দেখা দিতে পারে।
বিশেষ করে এই সমস্যা পিঠের নিচের দিকে দেখা দিতে পারে। অনেক সময়ই টানা অনেকক্ষণ কাজ করার কারণে পিঠে ব্যথা হয়। তাই এই উপসর্গ বহু মানুষই এড়িয়ে চলেন। কিন্তু সাধারণ পিঠে ব্যথার সঙ্গে স্পন্ডিলাইটিসের সমস্যাকে এক করে ফেললে চলবে না। চিকিৎসা শুরু করতে দেরি হলে তা ক্রনিক ডিজিজে পরিণত হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অন্যান্য নানা শারীরিক কারণের পাশাপাশি পরিবারের ইতিহাস থেকেও স্পন্ডিলাইটিসের সমস্যা দেখা দেয়। মহিলাদের তুলনায় পুরুষরা বেশি এই অসুখে আক্রান্ত হন।
আবার অনেকের ক্ষেত্রেই পরিবারের কারও এই সমস্যা না থাকলেও এই অসুখ দেখা দিতে পারে। স্পন্ডিলাইটিসের সমস্যা দেথা দিলে ব্যথা, যন্ত্রণার সঙ্গে চোখের সমস্যাও দেখা দেয়। চোখে ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -