Heart Attack: ডিপ্রেশনের ওষুধ থেকেও বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি ! কী জানাচ্ছে নতুন সমীক্ষা ?
Heart Attack Cause: ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির EHRA 2025 সম্মেলনে এই সমীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়, আর তাতেই বাড়ছে আশঙ্কা।
ডিপ্রেশনের ওষুধ থেকেও হার্ট অ্যাটাক ?
1/9
আকস্মিক হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার আড়ালে লুকিয়ে অ্যান্টি-ডিপ্রেস্যান্ট ওষুধ ! দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের ওষুধ খেলে বাড়তে পারে ঝুঁকি ?
2/9
যে সমস্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের ওষুধ খান, অবসাদ কমানোর ওষুধ খেয়ে চলেছেন, তাদের মধ্যে সাডেন কার্ডিয়াক ডেথ (SCD)-এর মাত্রা বাড়ছে, এমনটাই উঠে এসেছে সমীক্ষায়।
3/9
ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির EHRA 2025 সম্মেলনে এই সমীক্ষার রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়, আর তাতেই বাড়ছে আশঙ্কা।
4/9
এমন অনেকক্ষেত্রেই ঘটে যে ২৪ ঘণ্টার মধ্যে হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা গেলেও রোগী তা বুঝতেও পারেননি। ফলে এইক্ষেত্রে অনেক সময়েই ১ ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হয়।
5/9
আগেও সমীক্ষা দেখা গিয়েছিল যে মানসিক সমস্যা যাদের বেশি, তাদের ক্ষেত্রে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুহার বেশি।
6/9
২০১০ সালে ১৮ থেকে ৯০ বছর বয়সীদের মৃত্যুর কারণ, ডেথ সার্টিফিকেট এবং অটোপ্সি রিপোর্ট দেখে গবেষণা করে ডেনমার্কের বিজ্ঞানীরা এই তথ্য দিয়েছেন।
7/9
অ্যান্টি-ডিপ্রেস্যান্ট ওষুধ খান এমন ৬ লক্ষ ৪৩ হাজার ৯৯৯ জন ব্যক্তির ক্ষেত্রে আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটেছে ১৯৮১ জনের।
8/9
দেখা গিয়েছে ১ বছর থেকে ৫ বছর ধরে যারা এই ধরনের ওষুধ খাচ্ছেন, তাদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা রয়েছে ৫৬ শতাংশ।
9/9
বার যারা ৬ বছর বা তার বেশি সময় ধরে অ্যান্টি-ডিপ্রেস্যান্ট খাচ্ছেন, তাদের ক্ষেত্রে বিজ্ঞানীদের মতে আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা ২.২ গুণ বেশি।
Published at : 08 Apr 2025 12:51 PM (IST)