Apple Side Effects: আপেল খেলেই বিপদ বাড়বে এই ব্যক্তিদের, পাবেন না সুফল
কথায় বলে, রোজ একটা করে আপেল খেলে কোনও রোগই আর কাছে ঘেঁষবে না আপনার। আপেলের অনেক গুণ। ছবি- পিক্সাবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপেলের মধ্যে বহু পুষ্টি উপাদান রয়েছে। তবে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। ফলে সকলের জন্য আপেল খাওয়া উপকারী নাও হতে পারে। ছবি- পিক্সাবে
তাহলে এক নজরে জেনে নেওয়া যাক আপেল খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুণাগুণ। কাদের খাওয়া উচিত নয় আপেল ? ছবি- পিক্সাবে
আপেলে ভিটামিন সি, পটাশিয়াম, ডায়েটরি ফাইবারের মত উপাদান এবং ভিটামিন রয়েছে। এছাড়াও রয়েছে অনেক খনিজ উপাদান। ছবি- পিক্সাবে
এতে কোয়ারসেটিন, ক্যাটিচিন, ক্লোরোজেনিক অ্যাসিড ইত্যাদি অ্যান্টি অক্সিড্যান্ট পাওয়া যায়, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ছবি- পিক্সাবে
আপেলের ডায়েটরি ফাইবার কোলেস্টরলের মাত্রা কমায়। এতে থাকা পলিফেনল রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ছবি- পিক্সাবে
এতে অনেক কম ক্যালরি থাকে, তাই যে সমস্ত ব্যক্তি ওজন কমাতে চাইছেন তাদের জন্য আপেল খুবই উপকারী। ছবি- পিক্সাবে
আপেলে থাকা পেকটিন প্রিবায়োটিক ফাইবার হজমশক্তিকে ভাল করে, এমনকী রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ছবি- পিক্সাবে
তবে কিছু কিছু ব্যক্তির এই আপেলের কারণে অ্যালার্জি দেখা দিতে পারে। মুখে অ্যালার্জি থাকলে আপেল খেলে মুখ, গলা কিংবা ত্বকে ফোলাভাব দেখা দিতে পারে। ছবি- পিক্সাবে
আপেলের খোসা বেশি খেলে পেট ফাঁপতে পারে। আপেল কিছুটা আম্লিক তাই এর কারণে অ্যাসিডিটিও হতে পারে। ছবি- পিক্সাবে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -