Couple Tips: একসঙ্গে থেকেও আলাদা, পৃথিবীর সর্বত্রই বাড়ছে ‘সাইলেন্ট ডিভোর্স’

Silent Divorce: একসঙ্গে থেকেও আলাদা অবস্থান। পৃথিবীর সর্বত্রই বাড়ছে এই সমস্যা। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
রীতি মেনে বিয়ে হয়েছে। আইনি সিলমোহরও পড়েছে হয়ত। কিন্তু একসঙ্গে থেকেও দূরত্ব তৈরি হয়েছে দু’জনের মধ্যে। এক বিছানায় পাশাপাশি ঘুমালেও, মনের সেই সংযোগ ছিন্ন হয়ে গিয়েছে।
2/10
পৃথিবীর তাবড় দেশে স্বামী-স্ত্রীর মধ্যে এমন অলিখিত বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে, যেখানে একসঙ্গে থেকেও মন আলাদা হয়ে গিয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে ‘সাইলেন্ট ডিভোর্স’ বলা হচ্ছে।
3/10
এই ‘সাইলেন্ট ডিভোর্স’-এর লক্ষণগুলি একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। তাই গোড়ায় বুঝলে, বিয়ে বাঁঁচানোর সম্ভব হয়। পরস্পরকে আগলে রাখার তাগিদ তৈরি হয় মনে।
4/10
স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব তৈরি হওয়ার অন্যতম কারণ হল কথা কমে যাওয়া। একটা সময় পর গভীর আলোচনা আর হয় না। খরচ-খরচা, বাড়ির সমস্য়া, সন্তানের পড়াশোনা, এই সব ছাড়া নিজেদের নিয়ে কথা হয় না আর। ফোনেও দায়সারা কথা হয়, মেসেজেও আবেগের পরশ থাকে না।
5/10
একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার কথা ছিল। কিন্তু দিনের শেষে একাকিত্বের অনুভূতি গ্রাস করে মনকে। পাশের মানুষটি মন বুঝতে পারছেন না, বা বুঝতে চাইছেন না বলে মনে হয়। পরস্পরের সঙ্গে সময় কাটানোর আগ্রহও কমে যায় ধীরে ধীরে।
6/10
মানসিক দুরত্ব তৈরি হওয়ার পাশাপাশি, শারীরিক ঘনিষ্ঠতাও কমে আসে। পরস্পরের স্পর্শ এড়াই আমরা। রোম্যান্টিক বা নিভৃত মুহূর্ত বলে আর কিছু থাকে না জীবনে।
7/10
একছাদের নীচে থেকেও আলাদা আলাগা ভাবে বাঁচতে শুরু করি আমরা। বন্ধুদের গ্রুপ আলাদা হয়ে যায়। একসঙ্গে কোথাও যাওয়া হয় না। ছুটিও আলাদা আলাদা কাটাতে শুরু করি।
8/10
ছোট ছোট বিষয়েও পরস্পরের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ি এমন সময়। অন্যের উপস্থিতিও বিরক্তিকর ঠেকে। অন্য় জন সামান্য ভুল করলেও রাগে ফেটে পড়ি।
9/10
পরস্পরের প্রশংসার চেয়ে সমালোচনা বেশি করি। বাড়িতে পরস্পরের উপস্থিতিই উপেক্ষা করতে শুরু করি আমরা।
10/10
নিজের কেরিয়ার হোক বা পরিবার-সন্তানকে নিয়ে সিদ্ধান্তে যখন অন্য জনের মতামত গ্রাহ্য করি না। নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় যখন অন্য জনকে শামিল করি না আমরা। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেই মতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola