Hot Showers: শীতে গরম জল ছাড়া চান করতেই পারেন না ? এই বিপদ ডেকে আনছেন না তো?
শীতের আমেজ পড়তেই ফুটন্ত গরম জলে চান করছেন ? নিজের অজান্তে ক্ষতি করছেন নাতো ? চলুন জেনে নেওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেকেই ভরা শীতে ঘরের তাপমাত্রার জলে চান করেন। অনেকেই আবার তা সহ্য করতে পারেন না। নিয়ে নেন ফুটন্ত জল। আর এখানেই সমস্যা।
মূলত শীতে ফুটন্ত গরম জলে চান করলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। পিগমেন্টটেশনের সমস্যাও বেড়ে যেতে পারে।
অতিরিক্ত গরম জল চোখে, নাকে, কানে প্রবেশ করলেও সমস্যা তৈরি হতে পারে। স্পর্শকাতর অংশে লাগলে ক্ষতির আশঙ্কা তৈরি হবে।
ত্বকে লালচে ভাব আসতে পারে। ফুটন্ত গরম জলে চান করলে চামড়াও উঠে যেতে পারে।
ফুটন্ত গরম জল আরও একটা বড়সড় প্রভাব ফেলে। তা হল আমাদের ত্বকের প্রাকৃতিক তেলকে সরিয়ে দেয়।
বিশেষজ্ঞদের মতে অনেকক্ষণ ধরে গরম জলে স্নান করলে ত্বকের কেরাটিন নামের একধরণের কোষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে অনেকক্ষণ ধরে গরম জলে স্নান করলে ত্বকের কেরাটিন নামের একধরণের কোষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।
অতিরিক্ত গরম জলে চান করলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে।
এদিকে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়লে, খুশকির পরিমাণ বেড়ে যেতে পারে। এতে আরও সমস্যা বাড়বে।
তাই শীতকালে একেবারে ফুটন্ত জল দিয়ে চান নৈব নৈব চ। পারলে রানিং ওয়াটার বা ইষদুষ্ণ জলে স্নান করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -