Hot Showers: শীতে গরম জল ছাড়া চান করতেই পারেন না ? এই বিপদ ডেকে আনছেন না তো?
Avoid Hot Showers And Baths শীতের আমেজ পড়তেই গরম জলে চান করছেন ? নিজের অজান্তে ক্ষতি করছেন নাতো ? দেখুন একনজরে
গরম জলে চান
1/11
শীতের আমেজ পড়তেই ফুটন্ত গরম জলে চান করছেন ? নিজের অজান্তে ক্ষতি করছেন নাতো ? চলুন জেনে নেওয়া যাক।
2/11
অনেকেই ভরা শীতে ঘরের তাপমাত্রার জলে চান করেন। অনেকেই আবার তা সহ্য করতে পারেন না। নিয়ে নেন ফুটন্ত জল। আর এখানেই সমস্যা।
3/11
মূলত শীতে ফুটন্ত গরম জলে চান করলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে। পিগমেন্টটেশনের সমস্যাও বেড়ে যেতে পারে।
4/11
অতিরিক্ত গরম জল চোখে, নাকে, কানে প্রবেশ করলেও সমস্যা তৈরি হতে পারে। স্পর্শকাতর অংশে লাগলে ক্ষতির আশঙ্কা তৈরি হবে।
5/11
ত্বকে লালচে ভাব আসতে পারে। ফুটন্ত গরম জলে চান করলে চামড়াও উঠে যেতে পারে।
6/11
ফুটন্ত গরম জল আরও একটা বড়সড় প্রভাব ফেলে। তা হল আমাদের ত্বকের প্রাকৃতিক তেলকে সরিয়ে দেয়।
7/11
বিশেষজ্ঞদের মতে অনেকক্ষণ ধরে গরম জলে স্নান করলে ত্বকের কেরাটিন নামের একধরণের কোষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।
8/11
বিশেষজ্ঞদের মতে অনেকক্ষণ ধরে গরম জলে স্নান করলে ত্বকের কেরাটিন নামের একধরণের কোষ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে।
9/11
অতিরিক্ত গরম জলে চান করলে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে।
10/11
এদিকে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়লে, খুশকির পরিমাণ বেড়ে যেতে পারে। এতে আরও সমস্যা বাড়বে।
11/11
তাই শীতকালে একেবারে ফুটন্ত জল দিয়ে চান নৈব নৈব চ। পারলে রানিং ওয়াটার বা ইষদুষ্ণ জলে স্নান করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 05 Dec 2024 07:00 AM (IST)