Fetus-in-Fetu: সদ্যোজাত শিশু অন্তঃসত্ত্বা? হতভম্ব হয়ে যায় গোটা বিশ্ব, লিভার-কিডনি থেকে বের করা হয় প্রায় সম্পূর্ণ ২টি ভ্রূণ

Medical Science:শোরগোল পড়ে গিয়েছিল চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায়। কিন্তু বিরল হলেও এমন ঘটনা ঘটে। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।

1/10
মায়ের পেট থেকে জন্ম সদ্য। আর সেই শিশুই কি না গর্ভবতী? দেড় দশক আগে শোরগোল পড়ে গিয়েছিল চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায়। ছবি: পিক্সাবে।
2/10
কী করে এমনটা সম্ভব হল, কারণ বুঝতে পারেননি কেউই। শেষ পর্যন্ত যে কারণ খোলসা হয়, তা জেনে স্তম্ভিত হয়ে যান সকলে। ছবি: পিক্সাবে।
3/10
২০১০ সালের নভেম্বর মাসে চিনের মূল ভূখণ্ডে একটি শিশুর জন্ম হয়। জন্মের সময় তার ওজন ছিল ৪ কেজি। গোড়া থেকেই শিশুটিকে নিয়ে সন্দিহান ছিলেন চিকিৎসকরা। তার শরীরে বৃহদাকার কোনও টিউমার ছিল বলে আশঙ্কা করা হয়। এমনকি মায়ের গর্ভে থাকার সময়ও অস্বাভাবিকতা চোখে পড়েছিল। ছবি: পিক্সাবে।
4/10
শিশুটি জন্ম নেওয়ার তিন সপ্তাহ পর শেষ পর্যন্ত তার শরীরে অস্ত্রোপচার হয়। আর তাতেই দেখা যায়, শিশুটির শরীরে দু’টি ভ্রূণ রয়েছে, একটি লিভারে, অন্যটি কিডনিতে। একটির ওজন ৯.৩ গ্রাম, অন্যটির ১৪.২ গ্রাম। ভ্রূণ দু’টির বয়স ৮ থেকে ১০ সপ্তাহ। ছবি: পিক্সাবে।
5/10
শিশুর শরীরে লুকিয়ে থাকা দু’টি ভ্রূণর শরীরেই নাভিরজ্জু তৈরি হয়ে গিয়েছিল। তৈরি হয়ে গিয়েছিল মেরুদণ্ড, লিঙ্গ, পা, বুকের পাঁজর। ছবি: পিক্সাবে।
6/10
তবে মাথার খুলিটি তখনও তৈরি হয়নি। সদ্য়োজাত শিশুর পক্ষে সন্তানধারণ সম্ভব নয়। ফলে মায়ের গর্ভের ভ্রূণই তার শরীরে প্রবেশ করেছে বলে বুঝতে পারেন চিকিৎসকরা। ছবি: পিক্সাবে।
7/10
সেই নিয়ে ২০১৫ সালে Hong Kong Medical Journal-এ বিশদ রিপোর্ট প্রকাশিত হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গোটা পরিস্থিতিকে Fetus-in-Fetu বলে উল্লেখ করেন গবেষকরা। ছবি: পিক্সাবে।
8/10
জানা যায়, আসলে নিজের ভাইবোনের ভ্রূণই শিশুটির শরীরে ঢুকে গিয়েছিল। কেন এমন হয় তা আজও বুঝতে পারেননি গবেষকরা। তবে প্রতি ৫ লক্ষের মধ্যে একজন শিশুর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁরা। ছবি: পিক্সাবে।
9/10
শিশুর শরীরে ভ্রূণের অস্তিত্বকে Teratoma বা টিউমার বলেই উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। যদিও ওই শিশুকে পরীক্ষা করে দেখা চিকিৎসকদের দাবি, শিশুটির শরীর থেকে প্রাপ্ত ভ্রূণকে টিউমার বলা চলে না। তাঁদের মতে, আসলে তিনটি ভ্রূণই ধারণ করেছিলেন শিশুটির মা। ছোট ভ্রূণ দু’টি কোনও ভাবে বড় ভ্রূণটির শরীরে মিশে যায়। ছবি: ফ্রিপিক।
10/10
চিকিৎসকদের মতে, শিশুটির শরীরে প্রবেশ করার পরও ছোট দু’টি ভ্রূণ জীবিত ছিল এবং বেশ কিছু দিন অব্য়াহত ছিল তাদের বৃদ্ধি। তবে শেষ পর্যন্ত তাদের প্রাণ বেরিয়ে যায়। ছবি: পিক্সাবে।
Sponsored Links by Taboola