Back Pain : পিঠে যন্ত্রণার কারণ হতে পারে কোন লুকিয়ে থাকা রোগ, জানাচ্ছেন চিকিৎসক রুদ্রজিৎ পাল
ডেস্কে বসেই দিনের সিংহভাগ কাটে মানুষের । তাই পিঠ-কোমরে ব্যথা হলেই, 'নন্দ ঘোষ' হয় ডেস্ক-জবই ! কিন্তু পিঠে ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিকিৎসক রুদ্রজিৎ পাল ( (কনসালটেন্ট ফিজিশিয়ান, এএমআরআই ঢাকুরিয়া ) জানাচ্ছেন, ডেস্কে বসে টানা কাজ পিঠে ব্যথার অন্যতম কারণ, তা অস্বীকার করার উপায় নেই। তবে তার থেকেও মারাত্মক কারণ হতে পারে পিঠে ব্যথার, যা হয়ত প্রাথমিকভাবে আমরা অনুমানও করি না।
আচমকা কোনও ভারী জিনিস তুলেছেন ? তার থেকেও পিঠের পেশীতে টান লেগে যন্ত্রণা হতে পারে। হঠাৎ করে শিরদাড়া ও তার আশেপাশের পেশীতে মোচড় লেগে গেলে সমস্যা দেখা দিতে পারে।
চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। নইলে যন্ত্রণা বাড়বে। ভারী জিনিস তুলতে চাইলে দাঁড়ানো অবস্থায় না তুলে হাঁটু মুড়ে বসে তুলুন। একদিকে বেশিক্ষণ ভারী জিনিস বহন করবেন না।
অস্টিওপোরোসিস হাড়ের একটি বিশেষ রোগ। ভারতীয় মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা লক্ষণীয় হারে বাড়ছে। অস্টিওপোরোসিস হাড় ক্ষয় করে। দুর্বল করে হাড়। এর ফলে শুধু শিরদাড়া নয়, সারা শরীরের হাড় ও বোন-জয়েন্টে যন্ত্রণা করে।
ডেস্কে বসে টানা কাজ বা ভুল পোজে বসে টানা কাজ যন্ত্রণা বাড়াতে পারে।
টিউবারকিউলোসিস। হাড়েও বাসা বাঁধে যক্ষ্মা। বোন টিবির লক্ষণ চিনে চিকিৎসা না করাতে পিঠে ব্যথা তো বটেই, আরও খারাপ প্রভাব হতে পারে শরীরে। তাই পিঠে ক্রমাগত যন্ত্রণার কারণ বোন টিবিও হতে পারে।
পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ডে কোনও জটিলতা তৈরি হলেও পিঠে ব্যথা হতে পারে।
অনেক মহিলাদেরই সি-সেকশন করার আগে শিরদাড়ায় ইনজেকশন দিয়ে লোকাল অ্যানাসথেসিয়া করা হয়। পরবর্তী কালে অনেকে শিরদাড়াই ওই অংশ থেকেও ব্যথা অনুভব করেন বলে চিকিৎসকের কাছে আসেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -