Oral Cancer Symptoms: এই ৫ সঙ্কেত দেখলেই সাবধান ! ওরাল ক্যান্সার নয়তো ?

একেক ব্যক্তির মধ্যে ওরাল ক্যানসারের একেক রকম লক্ষণ দেখা যায়। বিশেষ কোনও লক্ষণের ভিত্তিতে একবারে বলা যায় না যে ওরাল ক্যানসার হয়েছে কিনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মুখের ভিতরে যদি কারও দীর্ঘদিন ধরে জ্বালাভাব থাকে, ভিতরে মাংসপিণ্ডের বৃদ্ধি লক্ষ্য করা যায় তাহলেই সতর্ক হতে হবে।

এমনকী খাবার চিবোতে বা কোনও কিছু গিলতে যদি সমস্যা হয়, তাহলে তা ওরাল ক্যানসারের লক্ষণ হতে পারে।
ওরাল ক্যানসারের ক্ষেত্রে ঠোঁটে বা মুখে জ্বালাভাব থাকবে, সাদা দাগ হবে এবং তা থেকে মাঝে মাঝেই রক্ত পড়বে।
আগে থেকে সতর্ক হয়ে চিকিৎসা না করালে তা গলা সহ শরীরের অন্যত্রও ছড়িয়ে পড়তে পারে। জানা গিয়েছে ওরাল ক্যাভিটি ক্যানসার রয়েছে এমন ৬৩ শতাংশ ব্যক্তিরই ক্যানসার ধরা পড়ার ৫ বছর পরে মৃত্যু হয়।
ওরাল ক্যানসারে আপনার জিভ এবং আলজিভের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। ওরোফ্যারিঞ্জিয়াল অংশে ক্যানসারকে বলা হয় ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার।
আপনার মাড়িতে, জিভে, টনসিলে, মুখের ভিতরদিকে সাদা বা লাল দাগ ছোপ দেখা গেলে সতর্ক হওয়া জরুরি।
জিভে অনেক সময় আপনি অবশ ভাব অনুভব করতে পারেন। ঠোঁটেও একই অনুভূতি থাকতে পারে এবং এই অনুভূতি সহজে না গেলে সতর্ক হতে হবে।
গলার স্বর অনেকক্ষেত্রেই কর্কশ হয়ে যেতে পারে আপনার। এমন পরিবর্তন লক্ষ করলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -