Oral Cancer Symptoms: এই ৫ সঙ্কেত দেখলেই সাবধান ! ওরাল ক্যান্সার নয়তো ?
Oral Cancer: মুখের ভিতরে যদি কারও দীর্ঘদিন ধরে জ্বালাভাব থাকে, ভিতরে মাংসপিণ্ডের বৃদ্ধি লক্ষ্য করা যায় তাহলেই সতর্ক হতে হবে।
এই লক্ষণগুলি দেখলেই সতর্ক হোন
1/9
একেক ব্যক্তির মধ্যে ওরাল ক্যানসারের একেক রকম লক্ষণ দেখা যায়। বিশেষ কোনও লক্ষণের ভিত্তিতে একবারে বলা যায় না যে ওরাল ক্যানসার হয়েছে কিনা।
2/9
মুখের ভিতরে যদি কারও দীর্ঘদিন ধরে জ্বালাভাব থাকে, ভিতরে মাংসপিণ্ডের বৃদ্ধি লক্ষ্য করা যায় তাহলেই সতর্ক হতে হবে।
3/9
এমনকী খাবার চিবোতে বা কোনও কিছু গিলতে যদি সমস্যা হয়, তাহলে তা ওরাল ক্যানসারের লক্ষণ হতে পারে।
4/9
ওরাল ক্যানসারের ক্ষেত্রে ঠোঁটে বা মুখে জ্বালাভাব থাকবে, সাদা দাগ হবে এবং তা থেকে মাঝে মাঝেই রক্ত পড়বে।
5/9
আগে থেকে সতর্ক হয়ে চিকিৎসা না করালে তা গলা সহ শরীরের অন্যত্রও ছড়িয়ে পড়তে পারে। জানা গিয়েছে ওরাল ক্যাভিটি ক্যানসার রয়েছে এমন ৬৩ শতাংশ ব্যক্তিরই ক্যানসার ধরা পড়ার ৫ বছর পরে মৃত্যু হয়।
6/9
ওরাল ক্যানসারে আপনার জিভ এবং আলজিভের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। ওরোফ্যারিঞ্জিয়াল অংশে ক্যানসারকে বলা হয় ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার।
7/9
আপনার মাড়িতে, জিভে, টনসিলে, মুখের ভিতরদিকে সাদা বা লাল দাগ ছোপ দেখা গেলে সতর্ক হওয়া জরুরি।
8/9
জিভে অনেক সময় আপনি অবশ ভাব অনুভব করতে পারেন। ঠোঁটেও একই অনুভূতি থাকতে পারে এবং এই অনুভূতি সহজে না গেলে সতর্ক হতে হবে।
9/9
গলার স্বর অনেকক্ষেত্রেই কর্কশ হয়ে যেতে পারে আপনার। এমন পরিবর্তন লক্ষ করলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।
Published at : 16 Mar 2025 09:43 AM (IST)