Make Up Tips: মেকআপ করার সময় এই ভুলগুলো একেবারেই করা চলবে না
Make Up: নিয়মিত ভাবে মেকআপ করলে ত্বকের বারোটা বাজতে বেশি সময় লাগবে না। রোজ চড়া মেকআপ করতে ত্বকে ব্রন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
মেকআপ করে সুন্দর ভাবে সাজতে চাইলে কয়েকটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিত। মেকআপের ক্ষেত্রে কিছু ভুল একেবারেই করা চলবে না।
2/10
মেকআপ করার সময় কখনই হাতে করে অর্থাৎ হাতে মেকআপ প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করবেন না। এক্ষেত্রে হাতে থাকা জীবাণু থেকে ত্বকে সমস্যা হতে পারে।
3/10
মেকআপ প্রোডাক্ট অন্য কারও সঙ্গে শেয়ার না করাই ভাল। বিশেষ করে মেকআপ ব্রাশ কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। এর থেকেও ত্বকে ইনফেকশন হতে পারে।
4/10
নিয়মিত ভাবে মেকআপ করলে ত্বকের বারোটা বাজতে বেশি সময় লাগবে না। রোজ চড়া মেকআপ করতে ত্বকে ব্রন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
5/10
ত্বকের ধরন অনুযায়ী মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন। নাহলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
6/10
মেকআপ না তুলে যদি সেই অবস্থায় ঘুমিয়ে পড়েন তাহলে তার থেকে খারাপ ত্বকের জন্য আর কিছু হতে পারে না। তাই মেকআপ অবশ্যই মুছে ফেলা প্রয়োজন।
7/10
মেকআপ করার আগে অবশ্যই ত্বক পরিষ্কার করে নিন। ক্লেনজার বা টোনার দিয়ে মুখে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
8/10
নিয়মিত মেকআপ করলে ত্বকের যত্ন করা অবশ্যই দরকার। নিয়মিত ভাবে ত্বক ময়শ্চারাইজিং করতে হবে। এর ফলে ত্বক মোলায়েম থাকবে। ঔজ্জ্বল্য বজায় থাকবে।
9/10
যেখানেই মেকআপ করে যান না কেন, বাড়ি ফিরে অবশ্যই ভাল করে মেকআপ তুলে ফেলুন। এক্ষেত্রেও কয়েকটি নিয়ম মানতে হবে।
10/10
মেকআপ তোলার ক্ষেত্রে তুলো ব্যবহার করতে পারেন। সাধারণ ক্লেনজার বা ফেস ওয়াশ দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে নিন। তারপর ক্রিম ম্যাসাজ করা অবশ্যই দরকার।
Published at : 23 Mar 2023 03:30 PM (IST)