Bedtime Drinks: রাতে ঘুমের সমস্যা? ঘুমোতে যাওয়ার আগে খেতে পারেন এই পানীয়গুলি

Healthy Drinks: কোন কোন পানীয় ঘুমোতে যাওয়ার আগে খেলে আপনি উপকার পাবেন, দেখে নিন।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
valerian tea- এটি এক ধরনের ভেষজ চা, যা তৈরি হয় ভ্যালেরিয়ান উদ্ভিদের মূল বা শিকড় থেকে। যাঁদের রাতে ঘুমের সমস্যা রয়েছে তাঁরা এই ভেষজ চা খেতে পারেন।
2/10
অনেকেরই রাতে বারবার ঘুম ভেঙে যায়। ঘুমের ব্যাঘাত হয়। সাউন্ড স্লিপ হয় না। এই সমস্যা দূর করার জন্যেও ভ্যালেরিয়ান টি খেতে পারেন।
3/10
চেরি ফলের রস ঘুমের আগে খেলে আপনার ঘুমের ব্যাঘাত হবে না। তাই এই ফলের রস রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি খেতে পারেন।
4/10
চেরির মধ্যে রয়েছে ট্রিপটোফেন এবং মেলাটোনিন। এই দুই উপকরণ রাতে সাউন্ড স্লিপ হতে সাহায্য করে।
5/10
আমন্ড মিল্ক খেতে পারেন রাতে ঘুমের আগে। অনেকেই রাতে ঘুমনোর আগে দুধ খান। তবে যাঁদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তাঁরা এমনি দুধের পরিবর্তে এই আমন্ড মিল্ক খেতে পারেন।
6/10
ঘুম ভাল হওয়ার উপকরণ যেমন ট্রিপটোফেন, মেলাটোনিন এইসব হরমোন এবং মিনারেলস যেমন ম্যাগনেসিয়াম থাকে। তার ফলে আমন্ড মিল্ক খেতে পারেন রাতে ঘুমনোর আগে।
7/10
দুধ কিংবা গরম জলের মধ্যে হলুদ মিশিয়ে খেতে পারলে আপনি অনেক উপকার পাবেন। এই পানীয় আপনার রাতের ঘুম ভালভাবে হতে সাহায্য করবে।
8/10
হলুদের মধ্যে রয়েছে ট্রিপটোফেন যা এক প্রকারের অ্যামাইনো অ্যাসিড। এই উপকরণ ঘুম ভাল হতে সাহায্য করে। আপনাকে স্ট্রেস মুক্ত থাকতেও সাহায্য করে।
9/10
ক্যামোমিল বা ক্যামোমাইল টি- রাতের ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে, আপনি একদম সাউন্ড স্লিপ পেতে পারেন সেই জন্য এই বিশেষ চা খেতে পারেন।
10/10
গরম জলের মধ্যে ক্যামোমিল বা ক্যামোমাইল ফুল দিয়ে ফুটিয়ে এই চা তৈরি করা হয়। ঘুম ভাল হওয়ার পাশাপাশি স্ট্রেস কাটাতেও এই চা সাহায্য করে।
Sponsored Links by Taboola