Belly Fat: তলপেটের মেদ ঝরাবে রোজের জীবনের কিছু ভাল অভ্যাস, কী কী করা প্রয়োজন?
ছবি সূত্র- পিক্সেলস। দিনের পর দিন পর্যাপ্ত ঘুম না হলে হরমোনের ক্ষরণে অসংগতি দেখা যায়। এর প্রভাবে তলপেট অংশে জমতে পারে ফ্যাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। অতএব বেলি ফ্যাট বা তলপেট অংশে জমে থাকা ফ্যাট কমানোর জন্য প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন রয়েছে।
ছবি সূত্র- পিক্সেলস। ওজন কমাতে হলে স্বাস্থ্যকর খাবার খাওয়া অন্যতম উপায়। দিনের শুরুতে ব্রেকফাস্টে আপনি কী কী খাচ্ছেন তার উপর অনেকটাই নির্ভর করে বেলি ফ্যাট।
ছবি সূত্র- পিক্সেলস। ব্রেকফাস্টে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। তাহলে নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার। এছাড়াও মেটাবলিজম রেট বাড়বে। তার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।
ছবি সূত্র- পিক্সেলস। সকালে ঘুম থেকে উঠে মিনিট ১৫ ধ্যান বা মেডিটেশন করতে পারলে সারাদিন শরীর ঝরঝরে থাকবে আপনার। পেটের মেদ কমাতেও সাহায্য করে এই অভ্যাস।
ছবি সূত্র- পিক্সেলস। স্ট্রেস থেকে ওজন বাড়ে। এই স্ট্রেস কমাতেই সাহায্য করে মেডিটেশনের অভ্যাস। শরীরের হরমোনের ক্ষরণে অসামঞ্জস্য থাকলেও তাও দূর করে।
ছবি সূত্র- পিক্সেলস। পেটের মেদ কমানোর অন্যতম উপায় হল নিয়মিত শরীরচর্চা করা। নিয়মিত শারীরিক কসরতের মাধ্যমেই আপনার তলপেটের অংশের মেদ কমবে।
ছবি সূত্র- পিক্সেলস। সকালে উঠে হাল্কা ফ্রি-হ্যান্ড একসারসাইজ কিংবা যোগাসন অভ্যাস করলেই উপকার পাবেন আপনি। দ্রুত কমবে তলপেটের অংশে জমে থাকা মেদ।
ছবি সূত্র- পিক্সেলস। প্রতিদিন পরিমিত পরিমাণে জল খেতে হবে। শরীর হাইড্রেটেড রাখা জরুরি। নাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। ওজনও বাড়তে পারে ডিহাইড্রেশনের কারণে।
ছবি সূত্র- পিক্সেলস। সকালে উঠে এক গ্লাস হাল্কা গরম জল খেতে পারেন। এর ফলে শরীরের মেটাবলিজম রেট বাড়বে। তার ফলে কমবে ওজন। শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাট বার্ন হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -