Star Fruit: কোষ্ঠকাঠিন্য, হজমের সমস্যায় ভুগছেন? কামরাঙা খেলে উপকার পেতে পারেন
কামরাঙ্গা পুড়িয়ে খেলে ঠাণ্ডাজনিত সমস্যা সহজে সেরে যায়। এই ফল রুচি ও হজমশক্তি বাড়ায়।
কামরাঙার উপকারিতা
1/10
কামরাঙা ফাইবারযুক্ত ফল হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য রোগের প্রতিকারক হিসেবে কাজ করে
2/10
যাদের হজম জনিত সমস্যা আছে তাদের জন্য কামরাঙা বেশ উপকারী ফল
3/10
এই ফল শরীরে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
4/10
এতে কিছু পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে
5/10
কামরাঙায় জীবাণুনাশক ক্ষমতা রয়েছে যা ত্বকের নানা রকমের জটিলতা যেমন- ব্রণ ইত্যাদি কমাতে সাহায্য করে
6/10
যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত কামরাঙা খেলে উপকার পাবেন
7/10
ভিটামিন সি ভাল পরিমাণে থাকায় এটি স্কার্ভি রোগ প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন সি ভাল পরিমাণে থাকায় এটি স্কার্ভি রোগ প্রতিরোধে সাহায্য করে।
8/10
রোগপ্রতিরোধকারী ক্ষমতা থাকায় জ্বর, সর্দি, কাশি ও ঠাণ্ডাজনিত অন্যান্য সমস্যায় এই ফল প্রতিষেধক হিসেবে কাজ করে।
9/10
কামরাঙায় রয়েছে নানা গুণ। এর পাতা, কচি ফল সবকিছুই ঔষধির কাজ করে।
10/10
কামরাঙার পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
Published at : 13 Oct 2022 12:52 AM (IST)