Lifestyle Tips: শিশুর খেলার দুনিয়া ঘরের বাইরেই তো?
আপনার খুদে কি মোবাইল গেমস চ্যাম্পিয়ন? তা হলে একটু সতর্ক হোন। কারণ শিশুদের বিকাশে আউটডোর গেমস অপরিহার্য,মনে করেন অনেকেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমত, ঘরের বাইরের খেলাধুলো শিশুদের মস্তিষ্কের বাড়বৃদ্ধিতে সাহায্য করে।
সৃজনশীলতা বাড়াতেও এই ধরনের খেলাধুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শারীরিক বিকাশ যা কিনা শৈশবের অন্যতম 'মাইলস্টোন', সেটির ক্ষেত্রেও আউটডোর গেমসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
এই ধরনের খেলাধুলো পেশির শক্তিবৃদ্ধিতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
শিশুদের 'মোটর স্কিলস'-র বিকাশেও 'আউটডোর গেমস'-র প্রয়োজনীয় ভূমিকা রয়েছে।
শুধু শারীরিক বিকাশ নয়, শিশুদের মানসিক গঠনেও এই ধরনের খেলাধুলো জরুরি।
ইতিবাচক মনোভাব তৈরিতেও দুরন্ত কার্যকরী 'আউটডোর গেমস'। সহজ কথায়, শিশুদের সর্বাঙ্গীণ বিকাশে অত্যন্ত জরুরি এটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -