স্মৃতিশক্তি বাড়ায়, দূর করে পেট সমস্যা, পালংশাকে রয়েছে আরও গুণ
সবুজ শাকসবজির মধ্যে পালংশাক সুস্বাদু ও পুষ্টিকর। পালংশাক খনিজ, ভিটামিন, জল ও ফাইবার সমৃদ্ধ। পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি এই শাক পেট ভরা রাখতে সাহায্য করে। এটি খেলে বাড়তি খাবারের চাহিদা কমে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপালংশাকে লুটেনসহ কিছু গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল আছে, যা দৃষ্টিশক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে।
পালংশাক স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়।
পালংশাক পেট পরিষ্কার রাখে। এটি দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত তৈরিতে সাহায্য করে।
১৩ প্রকার ফাভোনয়েডস থাকায় ক্যান্সার প্রতিরোধে খুব ভাল কাজ করে পালংশাক। ব্লাডার, প্রস্টেট, লিভার ও ফুসফুসের ক্যানসারের প্রতিরোধে ও চিকিৎসায় পালং শাক-এর ভূমিকা প্রমাণিত।
বিভিন্ন ফাইটোনিউট্রিয়েন্ট্স ও পিগমেন্টের উপস্থিতি ত্বককে ক্ষতিকর অতি বেগুণি রশ্মির হাত থেকে সুরক্ষা দেয় পালংশাক।
পালংশাক এ থাকা আলফা লিপোয়িক অ্যাসিড নামের অ্যান্টি অক্সিডেন্ট রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে ও শরীরে ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়।
পালংশাকে এমন কিছু পুষ্টিকর পদার্থ আছে যা অ্যাজমা প্রতিরোধে সাহায্য করে। তার মধ্যে একটি হলো বিটা ক্যারোটিন।
ফাইবার এবং প্রচুর পরিমাণে জল আছে পালংশাকে। ফলে পালংশাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং ডাইজেস্টিভ ট্র্যাক-কে সুস্থ রাখে।
পালংশাকে প্রচুর পরিমাণ ভিটামিন বি১, বি২, বি৩, ও বি৬ রয়েছে। এগুলো চুল পড়া রোধ করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -