Aquarium Care: শীতের আমেজে কী করে মাছেদের যত্ন নেবেন ? রইল অ্য়াকোরিয়ামের সাতকাহন
শীতের আমেজ ক্রমশ বাড়ছে। এই সময় অ্যাকোরিয়ামে মাছেদের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য, হিটার ব্যবহার করা উচিত। এতে মাছেরা সুস্থ- স্বাভাবিক ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্য়াকোরিয়ামে মাছেদের বেশি বার খাবার দেবেন না। মাছ অনুযায়ী বুঝে খাবার দিন। দিনে দুই বার ম্যাক্সিমাম। বিকেল পেরোলে খাবার দেবেন না, কারণ সেইসময় মাছের অ্যাক্টিভিটি কমে যায়।
অ্যাকোরিয়ামে আলোটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস। তবে বিভিন্ন ধরণের হয় এই আলোক সজ্জা। অ্য়াকোরিয়ামের ধরণ বুঝে আলো অ্য়ারেঞ্জমেন্ট করা হয়।
উই়়ডো ট্যাঙ্কের ক্ষেত্রে যেমন লাগে নীল আলো। পাশাপাশি আপনি যদি ইকো ফ্রেণ্ডলি গ্রীণারি দিয়ে সাজান, সেক্ষেত্রে সাদা আলো ব্যবহার করা উচিত।
ছোট গুল্ম, পানা দিলে যদি রঙ সবুজ থাকে, তাহলে বুঝবেন, সাদা আলো বা সূর্যের আলো ঠিক মতো ঢুকছে। ডিসকালার হলে বুঝবেন কিছু সমস্যা হচ্ছে, সালোকসংশ্লেষে বাধা হচ্ছে।
অ্যাকোরিয়ামে জলের রং বদলে যাচ্ছে কি, এটাও খেয়াল রাখবেন। এটাও মাছের মৃত্যুর কারণ হবে। অনেক সময় জলের অ্য়াসিডিক পরিমাণ বাড়লেও মাছেদের মৃত্যু হয়।
তবে জলে অ্যাসিডিক পরিমাণ বাড়লে বুঝতে আপনাকে, প্রথমে তার মাত্রা কত বুঝতে পরীক্ষা করতে হবে। এরপর অ্য়াসিড রিমুভার ব্যবহার করতে হবে।
অ্যাকোরিয়ামে আপনি অ্যাসিড এবং বেসের ভাগটা খেয়ালে রাখবেন। তাহলে মাছেদের ভালো থাকাটা স্থির রাখতে পারবেন।
অ্য়াকোরিয়ামে অক্সিজেনের মাত্রা কততে দেওয়া, তার উপরও অনেক কিছু নির্ভর করে। কারণ এক এখটা মাছের ক্ষেত্রে একেক রকম অক্সিজেনের মাত্রা প্রয়োজন হয়।
অ্য়াকোরিয়ামে যে মাছগুলি রেখেছেন, সেই মাছগুলি একের অপরের শত্রু নয় তো ? কারণ সব মাছেদের সঙ্গে সবাই থাকতে পারে না। সেটাও খেয়াল রাখবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -