Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Birth Certificate: অনলাইনে করা যাবে বার্থ সার্টিফিকেটের আবেদন, রইল পদ্ধতি
সন্তানের জন্মের প্রথম কাজ বার্থ সার্টিফিকেট। আপনার ঘরে নতুন অতিথির ভবিষ্যতের জন্য করতেই হবে এই কাজ। আমাদের এই কাজে আরও সহজ করতে পাশে দাঁড়াচ্ছে সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার থেকে অনলাইনেও করা যাবে সন্তানের জন্মের শংসাপত্র। কীভাবে অনলাইনে জন্মের শংসাপত্রের আবেদন করবেন ?
আপনি যদি UP-র জন্য জন্মের শংসাপত্র তৈরি করতে চান, তাহলে এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট e-nagarsewaup.gov.in-এ যান।
এখানে আপনাকে জন্ম শংসাপত্র অপশনে ক্লিক করতে হবে।
এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে।
এবার আপনি সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ফর্মটি পূরণ করার পরে, আপনার জন্য একটি আইডি তৈরি করা হবে। আপনার মোবাইল নম্বরে এই আইডির মেসেজ আসবে।
এবার এই বার্তার ভিত্তিতে আপনি আইডি ও পাসওয়ার্ড তৈরি করে আপনার অ্যাকাউন্টে যেতে পারেন।
আপনি আপনার অনলাইন অ্যাকাউন্টে যাওয়ার সাথে সাথে জন্মের শংসাপত্রের অপশন দেখতে পাবেন।
জন্মের শংসাপত্র ফর্মে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথে ফর্মটি জমা দেওয়া হয়ে যাবে।
শেষে আপনার দেওয়া মোবাইল নম্বরে ফর্ম ফিলাপের বার্তা আসবে।
তবেই বুঝবেন শীঘ্রই আপনার সন্তানের জন্মের শংসাপত্রটি পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -