Birth Certificate: অনলাইনে করা যাবে বার্থ সার্টিফিকেটের আবেদন, রইল পদ্ধতি
ফাইল ছবি
1/12
সন্তানের জন্মের প্রথম কাজ বার্থ সার্টিফিকেট। আপনার ঘরে নতুন অতিথির ভবিষ্যতের জন্য করতেই হবে এই কাজ। আমাদের এই কাজে আরও সহজ করতে পাশে দাঁড়াচ্ছে সরকার।
2/12
এবার থেকে অনলাইনেও করা যাবে সন্তানের জন্মের শংসাপত্র। কীভাবে অনলাইনে জন্মের শংসাপত্রের আবেদন করবেন ?
3/12
আপনি যদি UP-র জন্য জন্মের শংসাপত্র তৈরি করতে চান, তাহলে এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট e-nagarsewaup.gov.in-এ যান।
4/12
এখানে আপনাকে জন্ম শংসাপত্র অপশনে ক্লিক করতে হবে।
5/12
এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে।
6/12
এবার আপনি সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
7/12
ফর্মটি পূরণ করার পরে, আপনার জন্য একটি আইডি তৈরি করা হবে। আপনার মোবাইল নম্বরে এই আইডির মেসেজ আসবে।
8/12
এবার এই বার্তার ভিত্তিতে আপনি আইডি ও পাসওয়ার্ড তৈরি করে আপনার অ্যাকাউন্টে যেতে পারেন।
9/12
আপনি আপনার অনলাইন অ্যাকাউন্টে যাওয়ার সাথে সাথে জন্মের শংসাপত্রের অপশন দেখতে পাবেন।
10/12
জন্মের শংসাপত্র ফর্মে সব প্রশ্নের উত্তর সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথে ফর্মটি জমা দেওয়া হয়ে যাবে।
11/12
শেষে আপনার দেওয়া মোবাইল নম্বরে ফর্ম ফিলাপের বার্তা আসবে।
12/12
তবেই বুঝবেন শীঘ্রই আপনার সন্তানের জন্মের শংসাপত্রটি পাবেন।
Published at : 29 Nov 2021 11:10 AM (IST)