Hair Colour: আপনিও কি না ভেবে-চিন্তেই লাগাতার কালো হেনা লাগাচ্ছেন ? লাভের বদলে ক্ষতি হচ্ছে না তো ?

Black Henna Disadvantages: কালো মেহেন্দি চুলের জন্য ক্ষতিকর। এতে থাকা রাসায়নিক উপাদান চুল ও ত্বকের ক্ষতি করে। আগে জানতেন ?

চুলের কালো মেহেন্দি লাগানোর চল এখন খুবই সাধারণ হয়ে গেছে। এটা লাগানো সহজ, চুল তৎক্ষণাৎ কালো দেখায় এবং দামি ডাইয়ের মতো খরচও করতে হয় না। কিন্তু আপনি কি জানেন যে এই কালো মেহেন্দি-তে থাকা রাসায়নিক ধীরে ধীরে আপনার চুল এবং ত্বক উভয়েরই ক্ষতি করতে পারে?

1/8
ত্বকের অ্যালার্জি ও চুলকানি: কালো মেহেন্দিতে থাকা PPD (প্যারাফিনাইলিনডায়ামিন) রাসায়নিকের কারণে ত্বকে অ্যালার্জি হতে পারে। চুলকানি, লালচে ভাব এবং জ্বালার মতো লক্ষণগুলি সাধারণ।
2/8
চুলের ঝরে যাওয়া: ক্রমাগত কালো মেহেন্দি ব্যবহারের ফলে চুলের গোড়ার ক্ষতি হয়। ফলে চুল দুর্বল হয়ে ভেঙে যেতে ও ঝরে পড়তে শুরু করে।
3/8
ত্বকের দাগ: যদি মেহেন্দি লাগানোর সময় এটি কপাল, কান বা ঘাড়ের ত্বকে লাগে তবে ত্বকে কালো দাগ এবং ফুসকুড়ি হতে পারে।
4/8
চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারানো: কালো মেহেন্দির রাসায়নিক উপাদান চুলের স্বাভাবিক আর্দ্রতা ও ঔজ্জ্বল্য শুষে নেয়। অল্প সময়ের মধ্যেই চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়।
5/8
সময়ের আগে চুল সাদা হওয়া: কালো মেহেন্দিতে থাকা ক্ষতিকর রাসায়নিক উপাদান চুলের স্বাভাবিক রং নষ্ট করে। এর ফলে চুল সময়ের আগে সাদা হতে শুরু করে।
6/8
শ্বাসকষ্টর সমস্যা: মেহেন্দির তীব্ৰ গন্ধ আর রাসায়নিক পদাৰ্থের কারণে বহু লোকের চোখ জ্বালা করে, এমনকী শ্বাস-প্ৰশ্বাসেও অসুবিধা হতে পারে।
7/8
দীর্ঘদিন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি: অনেক গবেষণায় দেখা গেছে যে হেয়ার ডাই এবং রাসায়নিক মিশ্রিত কালো মেহেদি বেশি ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।
8/8
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola