Health and Lifestyle: তিরিশ পেরোলেই খাওয়া-ঘুমে কড়া নজর, বলছেন বিশেষজ্ঞরা

প্রতীকী চিত্র

1/10
যতদিন যাচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে জীবনের গতি। পরিবেশে বাড়ছে দূষণও। আর এই সব কারণেই ক্ষতিকর প্রভাব পড়ছে শরীর-মনে।
2/10
প্রৌঢ়ত্বে পৌঁছনোর আগেই নানা সমস্যায় জেরবার হচ্ছে শরীর। তিরিশ বছর পেরলেই নানা রোগ-ব্যাধি এসে জুড়ছে শরীরে। সতর্ক না হলে কমবয়সে হচ্ছে মৃত্যুও।
3/10
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপনই বিপদের কারণ। তবে প্রতিদিনের ভুল অভ্যাসেও হতে পারে সমস্যা। প্রতিদিনের জীবনযাপনে কিছু বিষয়ে খেয়াল রাখলেই তিরিশ পেরিয়েও সুস্থ থাকা যাবে।
4/10
শরীরের জন্য ক্ষতিকর ধূমপানের অভ্যাস। তিরিশ পেরিয়েও নিয়মিত ধূমপান করলে ফুসফুসের সমস্যা হতে পারে। বেড়ে যায় হার্ট অ্যাটাকের আশঙ্কাও। ধূমপানের নেশা ছাড়লে সুস্থভাবে বাঁচার সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। 4
5/10
নিয়মিত মদ্যপানের অভ্যাস ডেকে আনে বিপদ। লিভার, অগ্ন্যাশয় সংক্রান্ত রোগ দেখা দিতে পারে। শরীরে কোলেস্টরল সংক্রান্ত সমস্যাও মাথাচাড়া দেয়। মদ্যপান বন্ধ করলে সুস্থ থাকা যাবে সহজেই।
6/10
কাজের চাপে, ব্যস্ততায় অনেকেই সময়মতো খেতে পারেন না। এই অভ্যাস থাকলে বয়স বাড়লে হজম ও পেট সংক্রান্ত রোগে আক্রান্ত হতে হয়। বয়স যদি তিরিশ পেরোয়, ব্যস্ততার মাঝেই সময়ে খেয়ে নিন। কমাতে হবে জাঙ্ক ফুড খাওয়া।
7/10
প্রতিদিন হালকা ব্যায়ামের অভ্যাস থাকা ভাল। সকালে উঠে ব্যায়াম করতে পারেন। হাঁটতে পারেন। অফিস যাওয়ার বা ফেরার সময় কিছুটা পথ হাঁটলেও তা কাজে দেবে।
8/10
ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। নিজের কাজের সময় বুঝে ঘুমের সময় বের করুন। ঘুমনোর সময় মোবাইল না রাখাই ভাল। রাত জেগে সিনেমা-খেলা-সিরিজ দেখার অভ্যাসে লাগাম দেওয়া প্রয়োজন।
9/10
অতিরিক্ত চিন্তা উচ্চ রক্তচাপ, মধুমেহ ডেকে আনে। চেষ্টা করুন পরিবারের সঙ্গে সময় কাটাতে। বই পড়া, বাগান করার অভ্যাসও সাহায্য করবে।
10/10
পরিবারে কোনও রোগের ইতিহাস থাকলে আগেই সতর্ক হওয়া প্রয়োজন। তিরিশ পেরলেই ডাক্তার দেখিয়ে নিয়মিত শরীরের পরীক্ষা করা প্রয়োজন। সতর্ক থাকলে রুখে দেওয়া যাবে বিপদ।
Sponsored Links by Taboola