Male breast cancer : পুরুষের স্তনেও কর্কট রোগ, এই লক্ষণগুলি অবহেলা করলে যেতে পারে প্রাণ
পুরুষদের স্তন ক্যান্সার ! অনেকে হয়ত জানেনই না, পুরুষের স্তনেও কর্কটরোগ হতে পারে। না, এটা শুধুমাত্র মহিলাদের রোগ নয়, পুরুষদের স্তন ক্যান্সার একটি বিরল অসুখ যা পুরুষদের স্তনের টিস্যুতে তৈরি হয়। Breast Cancer Awareness Month -এ আসুন, এই বিষয়ে আরও একটু সতর্ক হওয়া যাক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিসংখ্যান বলছে, পুরুষদের মধ্যেও এই ক্যান্সারের ঘটনা বাড়ছে। বিভিন্ন কারণে পুরুষদের ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি প্রাণঘাতী !
পরিসংখ্যান বলছে, বেশিরভাগ আক্রান্তই প্রাথমিক স্তরে লক্ষণগুলি বুঝতে পারেন না। তাই চিকিৎসকের কাছে আসতে দেরি হয়ে যায়, তাই বিষয়টি বিপজ্জনক জায়গায় পৌঁছে যায়।
বিস্তারিত জানালেন অঙ্কোলজিস্ট ও টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. সৌরভ ঘোষ। পুরুষ স্তন ক্যান্সারের উপসর্গগুলি কী কী জানুন।
স্তনের উপর থেকে লাম্প বা ফোলা ভাব দেখা যেতে পারে। • স্পর্শ করলে লাম্পের অস্তিস্ব বোঝা যেতে পারে।
মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলির সঙ্গে পুরুষদের উপসর্গ খুব আলাদা নয়। যেমন ব্রেস্ট-এর ত্বকের রঙে লক্ষণীয় পরিবর্তন আসতে পারে।
কোনও কোনও সময় ত্বকের উপর তল বা টেক্সচার কমলালেবুর খোসার মতো মনে হতে পারে। • স্তনবৃন্তে পরিবর্তন আসতে পারে। স্তনবৃন্তের রঙে পরিবর্তন আসে।
স্তনবৃন্ত থেকে তরল বের হতে পারে। কখনও আবার রক্তপাতও ঘটতে পারে।
অতিরিক্ত ওজনের সঙ্গে সম্পর্ক রয়েছে দেহের ইস্ট্রোজেনের মাত্রার। এই হরমোন বেশি হয়ে গেলে , তা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
লিভার সিরোসিস থাকলে তা পুরুষ হরমোন হ্রাস করে এবং মহিলা হরমোনের মাত্রা বৃদ্ধি করে। যা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -