Buddha Purnima 2022: বিশ্বের আসল রূপ প্রত্যক্ষ করতে বৈভব ত্যাগ করেছিলেন, আজ সিদ্ধার্থের আবির্ভাব তিথি

আজ সিদ্ধার্থের আবির্ভাব তিথি

1/9
বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়।
2/9
কথিত আছে, এই বৈশাখী পূর্ণিমার দিনেই রাজা শুদ্ধধন ও রানি মায়াদেবীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন বুদ্ধ।
3/9
পাশাপাশি এই একই দিনে তিনি সিদ্ধিলাভ করেন ও মহাপরিনির্বাণ লাভ করেন বলে শোনা যায়। তাঁকে বিষ্ণুর নবম অবতার বলা হয়ে থাকে।
4/9
পঞ্জিকা মতে বৌদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩১ বৈশাখ রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ মে রবিবার শুরু হয়েছে বৌদ্ধ পূর্ণিমা তিথি।
5/9
এদিন দুপুর ১২.৪৭ মিনিটে শুরু হয়েছে। আর চলবে ১৬ মে সকাল ৯.৪৪ মিনিট পর্যন্ত।
6/9
এ দিনে নেপালের লুম্বিনীতে বুদ্ধের জন্ম, আর এই একই দিনে তিনি বিহারের এক জনপদের এক বোধিবৃক্ষের নীচে সিদ্ধার্থ থেকে বুদ্ধত্বে উন্নীত হন।
7/9
বিহারের সেই জনপদকে আজকের মানুষ বুদ্ধগয়া হিসেবে চেনন। পঞ্জিকা অনুসারে খুবই শুভ দিন এই বুদ্ধপূর্ণিমা তথা।
8/9
এ ছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।
9/9
বৈশাখী পূর্ণিমায় বিষ্ণুর আরাধনারও রীতি আছে। হিন্দুধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার মনে করা হয় গৌতম বুদ্ধকে।
Sponsored Links by Taboola