Buddha Purnima 2022: বিশ্বের আসল রূপ প্রত্যক্ষ করতে বৈভব ত্যাগ করেছিলেন, আজ সিদ্ধার্থের আবির্ভাব তিথি
বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকথিত আছে, এই বৈশাখী পূর্ণিমার দিনেই রাজা শুদ্ধধন ও রানি মায়াদেবীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন বুদ্ধ।
পাশাপাশি এই একই দিনে তিনি সিদ্ধিলাভ করেন ও মহাপরিনির্বাণ লাভ করেন বলে শোনা যায়। তাঁকে বিষ্ণুর নবম অবতার বলা হয়ে থাকে।
পঞ্জিকা মতে বৌদ্ধ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৩১ বৈশাখ রবিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ মে রবিবার শুরু হয়েছে বৌদ্ধ পূর্ণিমা তিথি।
এদিন দুপুর ১২.৪৭ মিনিটে শুরু হয়েছে। আর চলবে ১৬ মে সকাল ৯.৪৪ মিনিট পর্যন্ত।
এ দিনে নেপালের লুম্বিনীতে বুদ্ধের জন্ম, আর এই একই দিনে তিনি বিহারের এক জনপদের এক বোধিবৃক্ষের নীচে সিদ্ধার্থ থেকে বুদ্ধত্বে উন্নীত হন।
বিহারের সেই জনপদকে আজকের মানুষ বুদ্ধগয়া হিসেবে চেনন। পঞ্জিকা অনুসারে খুবই শুভ দিন এই বুদ্ধপূর্ণিমা তথা।
এ ছাড়া বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করে থাকেন।
বৈশাখী পূর্ণিমায় বিষ্ণুর আরাধনারও রীতি আছে। হিন্দুধর্ম অনুসারে শ্রীবিষ্ণুর নবম অবতার মনে করা হয় গৌতম বুদ্ধকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -