Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Thyroid: থাইরয়েড নিয়ে দুশ্চিন্তা ? আদৌ কি থাইরয়েড থেকে মুক্তি পাওয়া যায় কখনও ?
থাইরয়েড একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে থাকে। এই গ্রন্থিটি T3 এবং T4 হরমোন নিঃসরণ করে। থাইরয়েড যে কারও হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appথাইরয়েড দুই রকম। হাইপোথাইরয়েড (hypothyroidism ) হাইপারথাইরয়েড (hyperthyroidism) । থাইরয়েড ধরার সর্বোত্তম উপায় হল রক্ত পরীক্ষা। যদিও থাইরয়েডের লক্ষণগুলো সহজেই লক্ষ্য করা যায়।
থাইরয়েড মানেই কি মোটা হয়ে যাওয়া , বা চেহারা শুকিয়ে যাওয়া ? না থাইরয়েডের আরও নানা লক্ষণ আছে, যা অনেকে জানেনই না।
শরীরে এই অসুখ বাসা বাঁধলেও অনেকে জানেনই না। আর রোগ বেড়ে যায় চুপিসাড়ে। সেই সঙ্গে বাড়তে থাকে জটিলতা।
থাইরয়েড একটি অটো ইমিউনড ডিসিজ। কোনও বংশানুক্রমিক অসুখ নয়, জিনগত অসুখও নয়।
থাইরয়েড সমস্যা যে কারও হতে পারে, কিন্তু পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়।
বিশিষ্ট চিকিৎসক রুদ্রজিৎ পাল জানালেন, থাইরয়েড কিন্তু সারে না। ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখতে হয়। চিকিৎসকরা বলছেন, মহিলাদের মধ্যে কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যা থাইরয়েডের জন্য হয়ে থাকে।
হাইপো থাইরয়েড থেকে সেরে ওঠা সম্ভব নয়। ওষুধের মাধ্যমে হরমোন রিপ্লেসমেন্টই এর একমাত্র সমাধান। অবশ্য হাইপার থাইরয়েডিজম সেরে যায়। হাইপার থাইরয়েডিজম চিকিৎসা না করে ফেলে রাখলে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুও ঘটতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -