Children Eye Problem: চিন্তা বাড়াচ্ছে ‘ছোটদের ছানি’, সচেতন হন আজই
‘ছোটদের ছানি’র (Cataract) সমস্যা চিন্তা বাড়াচ্ছে। পরিসংখ্যান বলছে ভারতে প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ৬ জনই চোখে ছানি নিয়েই জন্মায়৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছানির সমস্যা অর্থাৎ কনজেনিটাল ক্যাটার্যাক্ট (Congenital Cataract) হয়েছে কিনা জানতে তাই রেটিনোস্কপি জরুরি।
ছোটদের ছানি এবং চোখ সংক্রান্ত সমস্যা ও তার সমাধান নিয়ে এবিপি লাইভের সঙ্গে কথা বললেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ভাস্কর রায়চৌধুরী।
জিনগত সমস্যা, মেটাবলিক ডিসঅর্ডার এবং প্রিম্যাচিওর বার্থ ছানির অন্যতম কারণ।
একাধিক কারণে শিশুর ছানি পড়তে পারেশিশু গর্ভে থাকাকালীন মায়ের যদি কোনও সংক্রমণ থাকে সেক্ষেত্রে শিশুর চোখে ছানি দেখা দিতে পারে।
সঙ্কটজনক শিশুদের বাঁচাতে যে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে, তাতে স্টেরয়েড থাকছে। গর্ভাবস্থায় মা স্টেরয়েড জাতীয় কোনও ওষুধ নিলেও এই সমস্যা হতে পারে শিশুর।
সন্তান গর্ভে থাকার সময় মা যদি ঘনঘন এক্স-রে করেন তবে একাধিকবার বিকিরণ রশ্মির সংস্পর্শে আসার জন্য সন্তানের জন্মগত ছানির ঝুঁকি থাকে।
গর্ভবতী মায়ের রুবেলা জাতীয় জীবাণু সংক্রমণ হলেও সন্তানের কম বয়সে ছানির আশঙ্কা থেকে যায়।
image 9
- - - - - - - - - Advertisement - - - - - - - - -