Children Eye Problem: চিন্তা বাড়াচ্ছে ‘ছোটদের ছানি’, সচেতন হন আজই

চিন্তা বাড়াচ্ছে ‘ছোটদের ছানি’, সচেতন হন আজই

‘ছোটদের ছানি’

1/9
‘ছোটদের ছানি’র (Cataract) সমস্যা চিন্তা বাড়াচ্ছে। পরিসংখ্যান বলছে ভারতে প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ৬ জনই চোখে ছানি নিয়েই জন্মায়৷
2/9
ছানির সমস্যা অর্থাৎ কনজেনিটাল ক্যাটার‍্যাক্ট (Congenital Cataract) হয়েছে কিনা জানতে তাই রেটিনোস্কপি জরুরি।
3/9
ছোটদের ছানি এবং চোখ সংক্রান্ত সমস্যা ও তার সমাধান নিয়ে এবিপি লাইভের সঙ্গে কথা বললেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ভাস্কর রায়চৌধুরী।
4/9
জিনগত সমস্যা, মেটাবলিক ডিসঅর্ডার এবং প্রিম্যাচিওর বার্থ ছানির অন্যতম কারণ।
5/9
একাধিক কারণে শিশুর ছানি পড়তে পারেশিশু গর্ভে থাকাকালীন মায়ের যদি কোনও সংক্রমণ থাকে সেক্ষেত্রে শিশুর চোখে ছানি দেখা দিতে পারে।
6/9
সঙ্কটজনক শিশুদের বাঁচাতে যে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে, তাতে স্টেরয়েড থাকছে। গর্ভাবস্থায় মা স্টেরয়েড জাতীয় কোনও ওষুধ নিলেও এই সমস্যা হতে পারে শিশুর।
7/9
সন্তান গর্ভে থাকার সময় মা যদি ঘনঘন এক্স-রে করেন তবে একাধিকবার বিকিরণ রশ্মির সংস্পর্শে আসার জন্য সন্তানের জন্মগত ছানির ঝুঁকি থাকে।
8/9
গর্ভবতী মায়ের রুবেলা জাতীয় জীবাণু সংক্রমণ হলেও সন্তানের কম বয়সে ছানির আশঙ্কা থেকে যায়।
9/9
image 9
Sponsored Links by Taboola