Chapped Lips: গরমেও ফাটছে ঠোঁট, সারাক্ষণই হয়ে থাকছে রুক্ষ-শুষ্ক, কেটে যাচ্ছে ত্বক, সমস্যা দূর করবেন কীভাবে ?

ছবি সূত্র- পিক্সেলস। শীতকালের মতোই গরমকালেও ত্বকের পাশাপাশি বিশেষভাবে ঠোঁটের যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছবি সূত্র- পিক্সেলস। শুধুমাত্র শীতকালে ঠোঁট ফেটে যাবে, ঠোঁটের ত্বক মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যাবে, এমনটা ভাবার কোনও কারণ নেই।

ছবি সূত্র- পিক্সেলস। গরমকালেও আপনার ঠোঁট ফাটতে পারে। শীতের মরশুমের মতো ঠোঁট ভীষণ রুক্ষ-শুষ্ক হয়ে গিয়ে উপর থেকে চামড়া উঠতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে যদি ঠোঁট ফাটা, রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁটের উপর থেকে চামড়া উঠে আসার সমস্যা দেখা দেয়, তাহলে কীভাবে এই সমস্যা দূর করবেন জেনে নিন।
ছবি সূত্র- পিক্সেলস। সাধারণ কিছু নিয়ম আর কয়েকটি ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই গরমকালে ঠোঁটের এইসব সমস্যা গরমের মরশুমে অল্প সময়েই দূর করা সম্ভব। শুধু একটু ধৈর্য ধরে নিয়ম মেনে চলা প্রয়োজন।
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালেও নিয়ম করে ঠোঁটে ক্রিম লাগাতে হবে। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে পুরু করে ক্রিম লাগাতে হবে।
ছবি সূত্র- পিক্সেলস। গরমের দিনে বাইরে বেরোলে ত্বকের যেমন সানস্ক্রিন ব্যবহার করেন, তেমনই ঠোঁটেও ভাল মানের এসপিএফ যুক্ত লিপবাম লাগানো প্রয়োজন। তাহলে ঠোঁটে ট্যান পড়বে না।
ছবি সূত্র- পিক্সেলস। ঠোঁটের রুক্ষ-শুষ্ক ভাব দূরে রাখতে চাইলে গরমকালেও ঠোঁটে আলাদা করে স্ক্রাব করা প্রয়োজন। এক্ষেত্রে মধু এবং চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে বাড়িতে তৈরি করা সুগার স্ক্রাব ব্যবহার করতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের ঠোঁট খুবই রুক্ষ, শুষ্ক ধরনের তাঁরা লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হলে ভাল। ঠোঁট ময়শ্চারাইজড রাখবে এমন ধরনের লিপস্টিক লাগাতে পারলে ভাল।
ছবি সূত্র- পিক্সেলস। গরমকালে ঠোঁটের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে ঠোঁট ফাটার সমস্যা এড়াতে চাইলে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে রোজ। তাহলে শরীরে ডিহাইড্রেশন হবে না। ত্বক থাকবে হাইড্রেটেড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -