Chhath puja 2022: শুরু ছট পালন, কী রীতিতে পুজো ? কোন কোন দেবতা উপাস্য এই ব্রতয়?
এই ব্রতে সূর্যই উপাস্য। সেই সঙ্গে পুজো হয় ছট্টি মাইয়ার। ছটলক্ষ্মীও বলা হয়।
Chhath puja 2022: শুরু ছট পালন, কী রীতিতে পুজো ? কোন কোন দেবতা উপাস্য এই ব্রতয়?
1/10
মূলত অবাঙালিদের পুজো হলেও বাংলায় ছট নিয়ে মহা সমারোহ।৪ দিনধরে চলে ছটের সেলিব্রেশন। এই পুজোয় উপবাস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দীর্ঘ ৩৬ ঘণ্টা উপবাস করতে হয়।
2/10
এই ব্রতে সূর্যই উপাস্য। সেই সঙ্গে পুজো হয় ছট্টি মাইয়ার। ছটলক্ষ্মীও বলা হয়।
3/10
সূর্যের মধ্যেই নিহিত প্রাণশক্তির উৎস। তাই সূর্যের উপাসনা হয় এদিন। সূর্য অনেক রোগের বিনাশ করে বলেও এই পুজোর বিশেষ গুরুত্ব। মতা রয়েছে। সূর্যের শুভ প্রভাবে ব্যক্তি স্বাস্থ্য, গতি এবং আত্মবিশ্বাস লাভ করে।
4/10
কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক শুক্লা সপ্তমী অবধি পালিত হয় ছট।
5/10
কথিত আছে, রামচন্দ্র লঙ্কা বিজয় করে ফিরে এসে, অযোধ্যায় পুজো করেন কুলদেবতা সূর্যের। ছট পুজোর সময়ই এই পুজো করা হয় বলে বিশ্বাস।
6/10
অস্তগামী সূর্যকে ষষ্ঠীর দিন পুজো করা হয়। সেদিন নৈবেদ্য হিসেবে দুধ অর্পণ করা হয়। ব্রতের শেষদিন অর্থাৎ সপ্তমী তিথিতে ফের জলাশয়ে গিয়ে উদীয়মান সূর্যকে বন্দনা করা হয়।
7/10
ছট পুজোয় শুধু স্ত্রীরা নন, পুরুষরাও অংশ নেন। উপবাস ও প্রার্থনাই এই পুজোর মূল । সেই সঙ্গে উদ্দীপনা বজায় রাখতে গান-বাজনাও উৎসবের অঙ্গ হয়ে গিয়েছে।
8/10
ছট পূজায় কোনও মূর্তি উপাসনা করা হয় না। উদীয়মান সূর্যকে গঙ্গার তীরে গিয়ে বন্দনা করা হয়। তবে এখন অনেকে মূর্তি নির্মানও করেন।
9/10
পারিবারিক সুখ সমৃদ্ধি ও বাড়ির ছোটদের মঙ্গলকামনায় ছটের পুজো হয়। এই পুজোর নৈবেদ্য হিসেবে দেওয়া হয়, কলা, ফল, ক্ষীর, গুড়, মিষ্টি, ঠেকুয়া ইত্যাদি।
10/10
এবার ছট শুরু ২৮ অক্টোবর । ৩০ অক্টোবর সন্ধ্যা অর্ঘ্য । ৩১ অক্টোবর ভোরে পুজো ।ছট পালনে তৈরি ভক্তরা।
Published at : 29 Oct 2022 07:06 AM (IST)