Coffee: পৃথিবী থেকে হারিয়ে যাবে কফি! রিপোর্ট প্রকাশিত হতেই চাঞ্চল্য

coffee-beans-gb74f1d995_1920

1/8
কফি হল একটি জনপ্রিয় পানীয়। এক কাপ কফি নিমেষেই যেন গায়েব হয় সব ক্লান্তি। কিন্তু সেই কফিই এবার হারিয়ে যেতে চলেছে। এটি কোনও গল্পকথা নয়।
2/8
এই স্টাডি প্রকাশিত হয়েছে PLOS One-এ প্রকাশিত সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, শ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা ঘটছে। যা কফি হারিয়ে যাওয়ার জন্য দায়ী।
3/8
এই আবহাওয়ার পরিবর্তনের ফলে কফির চাষ ব্যাহত হচ্ছে। গবেষকরা বলেছেন যে বায়োফিজিকাল সমস্যার জেরে আগামী কয়েক বছরের মধ্যে কফি হারিয়ে যেতে চলেছে।
4/8
ইতিমধ্যেই ব্রাজিলে ৭৬ শতাংশ কফি চাষ হ্রাস এবং কলম্বিয়ায় ৬৩ শতাংশ কমি চাষ হ্রাস পেয়েছে৷
5/8
গবেষণাটি ইঙ্গিত দিয়েছে যে ব্রাজিল, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং কলম্বিয়ার প্রধান কফি অঞ্চলগুলি ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ হ্রাস পাবে কফি চাষ।
6/8
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বার্ষিক তাপমাত্রার ওঠানামা ইত্যাদি খতিয়ে দেখে গবেষকদের মতে হয়েছে, খামখেয়ালি আবহাওয়ায় অস্তিত্বের সংকটে পড়বে কফি চাষ।
7/8
অত্যাধিক তাপমাত্রায় কফির ফলন কম হয়। কিন্তু উষ্ণায়নের ফলে এবার সেদিকেই যেতে চলেছে আবহাওয়া। যার ফলে সঙ্কটে পড়েছে কফি চাষ।
8/8
জুরিখ বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞানের গবেষণাপত্রে ইনস্টিটিউট অব ন্যাচরাল রিসোর্সেসের গবষেকরা দাবি করেছেন, দূষণের ফলে এই সম্স্যা আরও বাড়ছে।
Sponsored Links by Taboola