solar-powered electric cycle:সৌরশক্তি চালিত সাইকেল ডিজাইন করেছেন তামিলনাড়ুর কলেজ পড়ুয়া, খরচ খুবই কম
সৌরবিদ্যুতে চলবে বৈদ্যুতিন সাইকেল। এমনই বৈদ্যুতিন সাইকেলের নকশা তৈরি করলেন তামিলনাড়ুর মাদুরাই কলেজের ছাত্র ধনুষ কুমার। সোলার প্যানেলের সাহায্যে সাইকেল একটানা ৫০ কিমি চলতে পারে। ধনুষের এই সাফল্য এলাকার লোকজন উচ্ছ্বসিত। এখন সবাই বিষয়টি নিয়ে ধনুষের সঙ্গে কথা বলতে চাইছেন। ধনুষের এই কৃতিত্ব স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় ধনুষের জমিয়ে প্রশংসা করা হচ্ছে।
এই বৈদ্যুতিন সাইকেলে ব্যবহৃত ব্যাটারি-তে যে বিদ্যুৎ খরচ হবে, তা পেট্রোলের দামের তুলনায় অনেকটাই কম। ৫০ কিমি যেতে খরচ হবে দেড় টাকার মতো। ঘণ্টায় প্রায় ৩০ কিমি গতিতে এই সাইকেল চলতে পারে।
এই ই-সাইকেল তৈরি করতে ১২ ভোল্টের চার ব্যাটারি ও একটি ব্রাশ মোটর, গতি নিয়ন্ত্রণের জন্য স্কুটির সমান এক্সিলেটর ও ব্যাটারি চার্জের জন্য ২০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে।
ধনুষ জানিয়েছেন, চার্জ হওয়ার পর কোনও সওয়ারি ২০ কিমির বেশি যাত্রা করতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -