Cooking Tips: লুচি কিছুতেই ফুলছে না? এই টিপস মানলেই কেল্লাফতে
Lifestyle:লুচি কিছুতেই ফুলছে না? এই টিপস মানলেই কেল্লাফতে
ফুলকো লুচি বানাতে হলে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি
1/7
লুচি বানানোর সময় অনেক সময় ফুলকো লুচি হয় না। তার জন্য দুঃখ করার কোনো কারণ নেই, কয়েকটা স্টেপ ফলো করুন, তাহলে আপনিও বানাতে পারবেন সুন্দর ফুলকো লুচি।
2/7
লুচি বানানোর সময় যদি ময়দার মধ্যে সামান্য পরিমাণে টক দই দিয়ে মাখতে পারেন, তাহলে কিন্তু লুচি নরম হবে।
3/7
লুচি বানানোর সময় ময়দায় সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিন। বেকিং পাউডার দিয়ে যদি আপনি লুচি বানাতে পারেন, তাহলেও কিন্তু লুচি অনেক বেশী ফুলকো হবে।
4/7
লুচি বানানোর পরে বেশ খানিকক্ষণ আধ ঘন্টা যদি চাপা দিয়ে ময়দা রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু লুচি ফুলকো হবে।
5/7
লুচি বানানোর সময় ময়দার সঙ্গে যে তেল মিশিয়ে ময়দা মাখেন, সেই তেল যদি একটু গরম করে নিয়ে ময়দা মাখতে পারেন, তাহলেও কিন্তু বেশি নরম এবং ফুলকো হবে।
6/7
বেশি গরম তেলে কিন্তু লুচি ভাজলে সেই লুচি ফুলবে না। তাই লুচি ভাজার ক্ষেত্রে তেলের তাপমাত্রা দেখাটাও সমান গুরুত্বপূর্ণ।
7/7
ময়দা নরম করে মাখতে হলে প্রথমে গরম জল এবং মাখার পর ময়দার মন্ডটিকে তেল মাখিয়ে ৩০ মিনিট মতো রেখে দিন। এরপর ভাজুন। যা চাইবেন তেমনই দেখতে হবে।
Published at : 15 Feb 2024 02:30 PM (IST)