Dandruff: চোখের পাতায় খুশকি ? অবহেলা করলে বাড়তে পারে বিপদ ?
শীতকালে খুশকির সমস্যা বাড়ে। কিন্তু চোখের পাতায় খুশকি হচ্ছে কি আপনার ? তাহলে এখনই সতর্ক হোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রায়ই গাঢ় রঙের পোশাকের কাঁধের কাছে ঘাড়ের কাছে সাদা সাদা দানার মত দেখা যায় এই সময়। এগুলোই খুশকি।
খুশকির সমস্যা সমাধানের জন্য অনেক উপায় আছে। চুলের খুশকি দূর করা যায় ঘরোয়া উপায়েই। কিন্তু চোখের পাতায় খুশকি বড় রোগের ইঙ্গিত দেয়।
যারা লেন্স ব্যবহার করেন তাদের জন্য সংক্রমণ এড়াতে চোখের পাতার খুশকি ফেলে রাখা একেবারেই উচিত নয়।
আর এই খুশকি সাধারণত খালি চোখে দেখা যায় না। অত্যধিক তেল বা ছত্রাকের সংক্রমণের কারণে হয় এই খুশকি।
সেবোরিক ডার্মাটাইটিস বা মাইট ইনফেস্টেশনের মত সমস্যার কারণেও এটি দেখা যেতে পারে। আইলাইনার বা মাসকারা চোখে লাগিয়ে ঘুমানোর কারণে বাড়তে পারে এই সমস্যা।
চোখের পাতা লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, চুলকানি, চোখে ঝাপসা দেখা ইত্যাদি লক্ষণেই বোঝা যায় এই সমস্যা।
চোখের পাতার কোনায় ফ্লেকের মত তৈলাক্ত স্রাব, চোখের পাতা একসঙ্গে জুড়ে যাওয়া, চোখ ফুলে ওঠা বা জল পড়া দেখেই সতর্ক হতে হবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -