Dandruff : চটচটে খুশকির মতো দেখতে কিন্তু সাধারণ খুশকি নয় ! জেনে নিন চিকিৎসকরা কী বলছেন !
চটচটে খুশকির মতো দেখতে কিন্তু সাধারণ খুশকি নয় !
1/8
গরম অথচ ভেজা আবহাওয়ায় এই সময় চামড়ায় নানারকম সমস্যা দেখা যায়। সেই সঙ্গে বা়ড়ে চুল ওঠার সমস্যাও। তার জন্য অনেকটাই দায়ী এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া।
2/8
বর্যায় মাথার ত্বকে চটচটে খুশকির মতো সমস্যা হয়। সেই সঙ্গে চুলকানিও। যা থেকে রক্ত বের হওয়ার অভিজ্ঞতাও আছে অনেকের।
3/8
এটি কিন্তু আদতে একপ্রকার স্কিন এগজিমা। যা বর্ষায় বাড়ে। এই সমস্যা কোনওভাবেই অবহেলা করার নয়। সাধারণ খুশকি ভেবে বাজার চলতি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে সারানোর বিষয়ও নয়।
4/8
। অবশ্যই স্কিনে লাগানোর মলমের সঙ্গে প্রয়োজন ওরাল মেডিসিনও। সেই সঙ্গে ত্বকে তৈলাক্ত কিচ্ছু লাগানো যাবে না, সেটা খেয়াল রাখতে হবে।
5/8
খার-যুক্ত সাবান , শ্যাম্পু ব্যবহার নৈব নৈব চ। বিজ্ঞাপনী চমকে বিউটি প্রোডাক্ট না কিনে সরাসরি ডাক্তারের কাছেই যেতে হবে বাড়াবাড়ি হওয়ার আগে।
6/8
মাথার মধ্যে ছোট ছোট প্যাচ। যেখান থেকে চুল উঠে যায়। সেই সঙ্গে অসম্ভব মাথা চুলকায়। এটিও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এমন সমস্যা অনেকের ।
7/8
একে বলে টিনিয়া ক্যাপিটিস (tinea capitis)।
8/8
এ ক্ষেত্রে চিকিত্সকরা দায়ী করেন মাথায় নানারকম তেল মাখাকে। নারকেল তেল বা সরষের তেল, মাথার ত্বকে না মেখে চুলে লাগালে ক্ষতি নেই। তবে তেল দেওয়ার অভ্যেস ফাঙ্গাল ইনফেকশন বাড়তেই পারে।
Published at : 12 Jul 2023 03:50 PM (IST)