Dark Circle Problem: ঘরোয়া উপায়ে খুব সহজে কীভাবে দূর করবেন চোখের নীচের কালচে দাগছোপ ?

ছবি সূত্র- পিক্সেলস। ঘুমের ঘাটতি ডার্ক সার্কেলের অন্যতম কারণ। অতবে চোখের নীচের কালি দূর করতে চাইলে রোজ পর্যাপ্ত ঘুম প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ছবি সূত্র- পিক্সেলস। অতিরিক্ত স্ট্রেসের কারণে চোখের তলায় কালচে দাগ বসে যায়। তাই স্ট্রেস কমাতেই হবে জীবন থেকে। প্রয়োজনে সাহায্য নিন বিশেষজ্ঞ চিকিৎসকের।

ছবি সূত্র- পিক্সেলস। দীর্ঘক্ষণ যাঁদের কম্পিউটার স্ক্রিন কিংবা ফোন দেখার অভ্যাস রয়েছে তাঁদের চোখে একাধিক সমস্যা দেওয়ার পাশাপাশি ডার্ক সার্কেলের সমস্যাও হতে পারে।
ছবি সূত্র- পিক্সেলস। তাই অন্ধকারে ঘরে স্ক্রিন দেখবেন না। তা সে টিভি হোক কিংবা মোবাইল, বা ল্যাপটপ। তাহলে সমস্যা বাড়বে।
ছবি সূত্র- পিক্সেলস। ডার্ক সার্কেল দূর করার জন্য নিয়মিত চোখের তলায় ক্রিম ব্যবহার করতে হবে। রাতে ঘুমের আগে এই ক্রিম ব্যবহার করা সবচেয়ে ভাল।
ছবি সূত্র- পিক্সেলস। অ্যালোভেরা জেল দিয়ে নিয়মিত চোখের নীচের অংশে ম্যাসাজ করতে পারলে ধীরে ধীরে আবছা হবে ডার্ক সার্কেল।
ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের চোখের নীচে কালির পরিমাণ অনেকটা বেশি তাঁরা নিয়মিত ঠান্ডা জলে তুলো ভিজিয়ে চোখের চারপাশে আলতো হাতে ম্যাসাজ করুন। উপকার পাবেন।
ছবি সূত্র- পিক্সেলস। ডার্ক সার্কেল ফিকে করতে দারুণ ভাবে সাহায্য করে গোলাপ জল। তাই দিনে একবার অন্তত চোখের নীচের গোলাপ জল ব্যবহার করুন।
ছবি সূত্র- পিক্সেলস। ডার্ক সার্কেলের সমস্যা দূর করতে ঘরোয়া টোটকার অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলুদ। এর সঙ্গে পারলে মিশিয়ে নিন সামান্য দুধের সর। এই মিশ্রণ ফিকে করবে ডার্ক সার্কেল।
ছবি সূত্র- পিক্সেলস। চোখের উপর গোল করে শসা কেটে দিয়ে রাখলে আরাম যেমন পাবেন, তেমনই ডার্ক সার্কেলও আসতে আসতে কমতে থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -