Dark Circle: রোজকার ৩ অভ্যাসেই দূর হবে চোখের তলার কালি, কীভাবে ?
Dark Circle Home Remedy: চোখের তলায় কালি পড়লে এমনিতেই মুখের সৌন্দর্য অর্ধেক হয়ে যায়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্ট্রেস, দূষণ নানা কারণেই চোখের তলায় কালি পড়ে।
চোখের তলায় কালি পড়ছে ? ঘরেই আছে সমাধান
1/10
চোখের তলায় কালি পড়লে এমনিতেই মুখের সৌন্দর্য অর্ধেক হয়ে যায়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্ট্রেস, দূষণ নানা কারণেই চোখের তলায় কালি পড়ে।
2/10
তবে চোখের কালি দূর করতে কিছু ঘরোয়া উপায়েই মিলবে সমাধান। দামি দামি কসমেটিকসের দরকার পড়বে না।
3/10
রান্নাঘরের কিছু কিছু উপাদানেই মিলবে সমাধান। এখনকার দিনে অনেক কম বয়সেই চোখের তলায় কালি পড়ে যায়।
4/10
চোখের তলাকার চামড়ায় কোনো তৈলগ্রন্থি থাকে না, তাই এখানেই প্রথম ডার্ক সার্কল তৈরি হয়। এই চামড়াও অনেক পাতলা স্তরের হয়।
5/10
ঘুম না হওয়া, খাওয়া-দাওয়া ঠিক না থাকা, অ্যালকোহল সেবন, স্ট্রেস, থাইরয়েড, অনেক বেশি স্ক্রিন টাইমের কারণে এই চোখের তলায় কালি পড়ে।
6/10
এর জন্য আপনি চোখের তলায় আলুর রস তুলোয় ভিজিয়ে ২০ মিনিট ধরে লাগিয়ে রাখতে পারেন। এতে ডার্ক সার্কল কমবে।
7/10
এছাড়া আছে আমন্ড তেল যা ১ মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করার পরে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপরে ভাল জলে চোখ ধুয়ে ফেলতে হবে।
8/10
ঠান্ডা দুধের প্রলেপ দিলেও অনেকসময় এই ডার্ক সার্কল দূর হয়। এছাড়াও টোটকা আছে পুদিনা পাতার রস।
9/10
শসা আর টমেটো তো একেবারে অনিবার্য উদাহরণ বলা চলে। শসা গোল করে কেটে চোখের উপরে লাগিয়ে রাখলে উপকার মেলে।
10/10
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 31 Oct 2024 11:14 AM (IST)