Dark Circle: রোজকার ৩ অভ্যাসেই দূর হবে চোখের তলার কালি, কীভাবে ?
চোখের তলায় কালি পড়লে এমনিতেই মুখের সৌন্দর্য অর্ধেক হয়ে যায়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্ট্রেস, দূষণ নানা কারণেই চোখের তলায় কালি পড়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে চোখের কালি দূর করতে কিছু ঘরোয়া উপায়েই মিলবে সমাধান। দামি দামি কসমেটিকসের দরকার পড়বে না।
রান্নাঘরের কিছু কিছু উপাদানেই মিলবে সমাধান। এখনকার দিনে অনেক কম বয়সেই চোখের তলায় কালি পড়ে যায়।
চোখের তলাকার চামড়ায় কোনো তৈলগ্রন্থি থাকে না, তাই এখানেই প্রথম ডার্ক সার্কল তৈরি হয়। এই চামড়াও অনেক পাতলা স্তরের হয়।
ঘুম না হওয়া, খাওয়া-দাওয়া ঠিক না থাকা, অ্যালকোহল সেবন, স্ট্রেস, থাইরয়েড, অনেক বেশি স্ক্রিন টাইমের কারণে এই চোখের তলায় কালি পড়ে।
এর জন্য আপনি চোখের তলায় আলুর রস তুলোয় ভিজিয়ে ২০ মিনিট ধরে লাগিয়ে রাখতে পারেন। এতে ডার্ক সার্কল কমবে।
এছাড়া আছে আমন্ড তেল যা ১ মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করার পরে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপরে ভাল জলে চোখ ধুয়ে ফেলতে হবে।
ঠান্ডা দুধের প্রলেপ দিলেও অনেকসময় এই ডার্ক সার্কল দূর হয়। এছাড়াও টোটকা আছে পুদিনা পাতার রস।
শসা আর টমেটো তো একেবারে অনিবার্য উদাহরণ বলা চলে। শসা গোল করে কেটে চোখের উপরে লাগিয়ে রাখলে উপকার মেলে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -