Home Decor Tips: আনকোরা মনে হবে না একেবারেই, এই ভাবে বাড়ি সাজালে ফুটে উঠবে পেশাদারিত্বের ছাপ
নতুন বাড়ি কেনা মানে শখপূরণ নয়। ইঁট-পাথরের দেওয়ালের সঙ্গে মিশে থাকে আবেগ, আশা-আকাঙ্খা, ভবিষ্যৎ জীবনের স্বপ্নও। সেই বাড়ি মনের মতো সাজাতে কে না চান। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু অন্দরসজ্জার জন্য টাকা দিয়ে পেশাদার নিয়োগ করার সামর্থ্য সকলের থাকে না। কিন্তু কিছু বিষয়ে নজর দিলে পেশাদারিত্বের ছাপ আপনাআপনিই ফুটে উঠবে অন্দরসজ্জায়। ছবি: পিক্সাবে।
বাড়িতে ঢোকার যে মূল দরজা, অন্দরসজ্জার ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির অন্দরমহল সম্পর্কে প্রাথমিক ধারণা জন্মায় বাড়ির দরজা দাঁড়িয়েই। বাড়ির দরজা সবসময় উজ্জ্বল রাখার চেষ্টা করুন। টেক্সচার যোগ করতে পারলে কোনও কথাই নেই। ছবি: পিক্সাবে।
শয়কক্ষ হোক বা বসার ঘর, মূল আকর্ষণ হোক ভিন্ন। প্রত্যেক ঘরে টিভি না রাখলেও চলবে। কিন্তু প্রত্যেক ঘরের নিজস্বতা থাকা দরকার। বসার ঘরে পেল্লাই আকারের টিভি রাখলে, শয়নকক্ষ হোক ছিমছাম। সেক্ষেত্রে কোনও একটি দেওয়ালকে বেশি গুরুত্ব দিতে পারেন। ছবি: পিক্সাবে।
বাড়িতে আলোকসজ্জা সবসময়ই গুরুত্ব দাবি করে। ঘর আকারে ছোট হলেও, আলোকসজ্জা বাজিমাত করতে পারে। টিউবলাইট বা ল্যাম্পশেডের পরিবর্তে এক্ষেত্রে সিলিংয়ে আলো বসাতে পারেন। রান্নাঘরে ঝুলন্ত আলো লাগানো গেলে ভাল। ছবি: পিক্সাবে।
বাড়ির মধ্যে গাছ রাখলে এমনিতেই বেড়ে যায় সৌন্দর্য। একই জায়গায় একাধিক গাছ রাখতে পারেন। বইয়ের তাকের নীচে রাখতে পারেন ক্যাকটাস। এতে বাড়িও তরতাজা মনে হবে। ছবি: পিক্সাবে।
যেখানে সেখানে ড্রেসিং টেবিল বা আয়না বসিয়ে দিলেই হল না। ছোট ঘরে বড় আকারের আয়না রাখতে পারেন, এতে ঘর বড় দেখাবে। আবছায়া জায়গায় আয়না রাখলে আলো প্রতিফলিত হবে। জানলার সমকোণে আয়না রাখবেন না, এতে আলো প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়ে যাবে। ছবি: পিক্সাবে।
রং বা আকার মিলিয়ে আসবাব কিনতে অভ্যস্ত আমরা। মিক্স অ্যান্ড ম্যাচ করলে কিন্তু রূপ পাল্টে যাবে বাড়ির। ডাইনিং টেবিল যদি হয় গাঢ় রংয়ের, চেয়ারের রং হোক হালকা। হালকা রংয়ের সোফা কিনলে, চেয়ারের রং হোক গাঢ়। ছবি: পিক্সাবে।
চেয়ারের রং হোক গাঢ়। হাতে আঁকা ছবি বাড়িতে রাখতে কে না চান! কিন্তু ছবি যে দেওয়ালে টাঙাবেন, তা যেন বড় হয়। নীচের দিকে ছবি ঝোলাবেন না। অনেকটা উঁচুতে টাঙাতে হবে ছবি, দাঁড়িয়ে দেখলে যেন চোখের সমান সমান হয়। ছবি: পিক্সাবে।
ঘর সাজানোর অর্থ জিনিসপত্র ঠেসে দেওয়া নয়। অপ্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলুন। কম আসবাবেই সব প্রয়োজন মিটিয়ে ফেলার চেষ্টা করা ভাল। ছবি: পিক্সাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -