Deepika Padukone Pics: করোনাকালে দীর্ঘদিন পর বাড়ির বাইরে, দীপিকার লুক নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায়
করোনাকালে দীর্ঘদিন পর মুম্বইতে দেখা গেল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। সেই সময়ে অভিনেত্রীর কিছু ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ( ছবি সৌজন্যে-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসলে তাঁর আগামী সিনেমার প্রোজেক্ট নিয়ে সঞ্জয়লীলা বনশালীর অফিসে গিয়েছিলেন তিনি। (ছবি-মানব মঙ্গলানি)
দীপিকার এই লুক সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। (ছবি-মানব মঙ্গলানি)
ছবিগুলিতে দীপিকাকে ওভার সাইজ টপ ও জিন্স পরে থাকতে দেখা গিয়েছে। সঙ্গে হাই হিলস। (ছবি-মানব মঙ্গলানি)
একইসঙ্গে করোনাজনিত সতর্কতা হিসেবে দীপিকার মুখে ছিল মাস্কও। (ছবি-মানব মঙ্গলানি)
এই প্রথম দীপিকাকে হৃতিক রোশন ও দীপিকাকে কোনও সিনেমায় একসঙ্গে দেখা যাবে। ছবির নাম ফাইটার। (ছবি-মানব মঙ্গলানি)
এই সিনেমার ঘোষণা হৃতিকের জন্মদিন অর্থাৎ ১০ জানুয়ারি ঘোষণা করা হয়েছিল। হৃতিক ট্যুইট করে জানিয়েছিলেন যে, আসন্ন ফাইটার সিনেমায় তাঁকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে। (ছবি-মানব মঙ্গলানি)
এই সিনেমার পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তিনি হৃতিকের ব্যাং ব্যাঁ ও ওয়ার সিনেমার পরিচালনা করেছিলেন। (ছবি-মানব মঙ্গলানি)
দীপিকা ও হৃতিকের জুটিকে বড় পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। (ছবি-মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -