Dhanteras 2021 : ধনতেরসে এই জিনিসগুলি কিনলে সৌভাগ্য আসবেই !
দাম বাড়ুক বা কমুক- তার টান কখনও কমে না। সেই অমোঘ টানেই ক্রেতারা হাজির দোকানে দোকানে৷ চাই-ই চাই এক টুকরো সোনা৷ ধনতেরস উপলক্ষ্যে দেশজুড়ে সম্পদ-সন্ধান শুরু। তবে সোনা কেনা সাধ্যির বাইরে গেলে, বেশ কিছু কম দামী জিনিস আছে, যা সংসারে শ্রী আনতে পারে বলে, অনেকের বিশ্বাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ কেউ ঝাঁটাকে মা লক্ষ্মীর চিহ্ন বলে মনে করেন। ধনতেরসে মা লক্ষ্মীর পুজো হয়। মানুষের বিশ্বাস ঝাঁটা কিনলে দূর হয় দারিদ্র, ঘরে আসে সমৃদ্ধি।
ধনে বীজ কেনার সঙ্গে সংসারের মঙ্গল যুক্ত বলে বিশ্বাস অনেকের। ধনতেরসে ধনে কিনলে আসে সমৃদ্ধি। মা লক্ষ্মীর পুজোয় এই দিন ধনে দিলে , তুষ্ট হন সম্পদের দেবী।
আপনি কি ব্যবসায়ী বা স্বনিযুক্ত ? তাহলে ধনতেরসের দিনে কিনতে পারেন আপনার বাণিজ্য বা পেশার সঙ্গে সংযুক্ত জিনিস। যেমন আপনি যদি লেখক হন, তাহলে কিনুন কলম। আপনি শিল্পী হলে এদিন কিনুন তুলি বা আঁকার সরঞ্জাম। পণ্ডিতদের পরামর্শ, এইদিন আপনার পেশার সঙ্গে যুক্ত সরঞ্জাম পুজো করলে সমৃদ্ধি অনিবার্য।
সোনার কয়েন কিনতে না পারলে, রুপোর কয়েন কিনতে পারেন। অনেকেরই বিশ্বাস এতে সুখ-শান্তি-সমৃদ্ধি আসে ঘরে।
দীপাবলিতে আলো তো কিনবেনই, কিন্তু তা কিনে ফেলতে পারেন, ধনতেরসের শুভ লগ্নেই। সেই সঙ্গে এখন তো বিভিন্ন ই-কমার্স সাইটে নানারকম অফার চলছেই। এই সুযোগে ঘরে তুলুন ল্যপটপ, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ আভেনের মতো ইলেকট্রনিক সরঞ্জাম। অনেকেরই বিশ্বাস ধনতেরসে বৈদ্যুতিন সরঞ্জাম কেনা শুভ।
এই দিন যে কোনও গয়না কেনাই শুভ। তাই অতিরিক্ত দামী কিছু না কিনতে পারলেও ছোট্ট কিছু কিনে ঘরে রাখুন।
মা লক্ষ্মীর ছবি খোদাই করা স্বর্ণ বা রৌপ্য মুদ্রা কিনতে পারেন শুভ তিথিতে। সংসারে সম্পত্তি বৃদ্ধি হবে বলেই বিশ্বাস করা হয়।
গোমতী চক্র বাজারে এই সময় বিক্রি হচ্ছে। নিশ্চয়ই চোখে পড়েছে আপনারও। ধনতেরসের শুভ তিথিতে একখানি হলুদ কাপড় ও গোমতী চক্র আপনিও কিনে ফেলুন , তুলে রাখুন সিন্দুকে। অনেকের বিশ্বাস, এতে সংসারে সমৃদ্ধি আসে।
স্টিলের বাসন নয় ! পিতল, কাঁসার বাসন এই দিন কিনুন শুভ সময় দেখে। তারপর জল ভরে ঘরে ঢোকান। পরামর্শ অনেক পণ্ডিতের। বিশ্বাস ঘরের পূর্ব কোণে এই বাসন রাখা কল্যাণকর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -