Dhanteras 2021: দেব চিকিৎসক ধন্বন্তরীর সঙ্গে ধনতেরসের কী যোগ ?
কার্তিক মাসের ত্রয়োদশী। এই তিথিতে ধনতেরস উৎসব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধনদেবীর আরাধনার এক বিশেষ দিন।
এই বছর ধনতেরসের তিথি (Dhanteras Date ) ২ নভেম্বর
এই বছর কখন করবেন ধনতেরসের কেনাকাটা ?
কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। মানুষের বিশ্বাস, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তাঁর ভক্তদের গৃহে যান ও ইচ্ছাপূরণ করেন।
একই ভাবে কুবেরের কাছে থাকে দেবতাদের সম্পদ। তাই ধনসম্পদের জন্য এইদিন কুবেরের পুজোও প্রচলিত। একইসঙ্গে প্রতিটি বাড়ির মূল প্রবেশ পথে এইদিন মাটির প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় যমরাজের উদ্দেশে।
মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরাসে সোনা কেনার প্রচলন হয়েছে।
কথিত আছে, সত্যযুগে দেবাসুর যখন অমৃতের জন্য সমুদ্রমন্থনে রত তখন ক্ষীরসমুদ্র থেকে উঠে এলেন দেব চিকিৎসক ধন্বন্তরী।
তাঁকে বিষ্ণুর এক রূপ বলে ধরা হয়। সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য সবাই তাঁর পুজো করা হয় ধনতেরসে
দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। এখন সারা দেশেই পালিত হয় এই উৎসব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -