Dhanteras 2021: দেব চিকিৎসক ধন্বন্তরীর সঙ্গে ধনতেরসের কী যোগ ?

Dhanteras 2021: দেব চিকিৎসক ধন্বন্তরীর সঙ্গে ধনতেরসের কী যোগ ?

1/10
কার্তিক মাসের ত্রয়োদশী। এই তিথিতে ধনতেরস উৎসব।
2/10
ধনদেবীর আরাধনার এক বিশেষ দিন।
3/10
এই বছর ধনতেরসের তিথি (Dhanteras Date ) ২ নভেম্বর
4/10
এই বছর কখন করবেন ধনতেরসের কেনাকাটা ?
5/10
কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। মানুষের বিশ্বাস, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তাঁর ভক্তদের গৃহে যান ও ইচ্ছাপূরণ করেন।
6/10
একই ভাবে কুবেরের কাছে থাকে দেবতাদের সম্পদ। তাই ধনসম্পদের জন্য এইদিন কুবেরের পুজোও প্রচলিত। একইসঙ্গে প্রতিটি বাড়ির মূল প্রবেশ পথে এইদিন মাটির প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় যমরাজের উদ্দেশে।
7/10
মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরাসে সোনা কেনার প্রচলন হয়েছে।
8/10
কথিত আছে, সত্যযুগে দেবাসুর যখন অমৃতের জন্য সমুদ্রমন্থনে রত তখন ক্ষীরসমুদ্র থেকে উঠে এলেন দেব চিকিৎসক ধন্বন্তরী।
9/10
তাঁকে বিষ্ণুর এক রূপ বলে ধরা হয়। সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য সবাই তাঁর পুজো করা হয় ধনতেরসে
10/10
দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। এখন সারা দেশেই পালিত হয় এই উৎসব।
Sponsored Links by Taboola