Dhanteras 2022: আর্থিক সমৃদ্ধির জন্য ধনতেরসের দিনে ঘরে আনুন এই জিনিসগুলো
এ বছর শনিবার এবং রবিবার দু-দিনব্যাপী থাকছে ধনতেরসের শুভক্ষণ। তাই কেনাকাটির সুবিধা থাকছে দু-দিনই। মনে করা হয় এ দিন ধনসমৃদ্ধি হয়ে থাকে। জেনে নিন কী কী কিনবেন এদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ দিন অনেকেই গহনা কিনে থাকেন। সোনা বা রূপো দুই-ই কিনতে পারেন। তবে রূপো কেনাটাই এদিন বেশি শুভ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সামর্থ অনুযায়ী লোহা ছাড়া যে কোনও ধাতুর জিনিসই কিনতে পারেন।
ধনতেরসের দিন ঝাড়ু কিনুন। শনিবার বা রবিবার দিন ঝাড়ু কিনে ভাল করে ঘর পরিষ্কার করুন এবং ঘরের পুরনো ঝাড়ুটি ফেলে দিন।
এ দিন নুন কেনা বাড়ির জন্য শুভ। এতে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। ধনতেরসের শুভক্ষণে এক প্যাকেট নুন কিনে আনুন। সেটা দিয়ে ভাল করে ঘর মুছুন এ দিন। এই প্যাকেটের নুন সারাবছর রান্নায় ব্য়বহার করুন। সঙ্গে অন্য নুনও মিশিয়ে নিতেন পারেন।
বিশেষজ্ঞরা বলেন এদিন স্টিলের বাসন কেনা শুভ। স্টিল, তামা বা পিতল যেকোনও ধাতুর পাত্রই কিনতে পারেন।
ময়ূরের পালক কিনে আনুন ধনতেরসের শুভক্ষণে। ঠাকুরের আসনে বা ঘরের উত্তরদিকে রেখে দিন। দৈনন্দিন জীবনে শুফল পাবেন।
ধনতেরসের দিন ঘরে আনুন কাঁচা হলুদ। এক টুকরো লাল কাপড়ে কাঁচা হলুদ বেঁধে মা লক্ষ্মীকে নিবেদন করুন। পুজো সেরে সেই কাপড়ের পুটলি লকারে রেখে দিন। এতে আর্থিক উন্নতি হবে।
এ দিন লক্ষ্মীকড়ি কিনে এনে ঠাকুরকে নিবেদন করুন। পুজোর পর কাপড়ে মুড়ে লকারে রেখে দিন সেই কড়ি।
ধনতেরসের দিন গোটা ধনের বীজ কিনে আনুন। বলা হয়, ধনের বীজ খুব দ্রুত বাড়ে। কাজেই মনে করা হয় ধনের বীজ কিনলে এই বীজের মতো করেই বৃদ্ধি পাবে আপনার অর্থ। ধনে কিনে এনে একটি প্লেটে রেখে তা ঠাকুরের কাছে অর্পন করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -