Sugar Control: সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইছেন ? ওষুধ ছাড়াও উপকার দিতে পারে এই ৬ ফল

High Blood Sugar: সুগার বা রক্তশর্করার মাত্রা অত্যধিক বৃদ্ধি পেলে শরীরে এর নানাবিধ খারাপ লক্ষণ দেখা যায়। এর জন্য নিয়মিত ওষুধ খেতে হয় অনেককেই। ওষুধ না খেয়েও এই ৬ ফল আপনার রক্ত শর্করা কমাতে পারে।

রক্ত শর্করা কমাতে কাজে দেবে এই ৬ ফল

1/10
সুগার বা রক্তশর্করার মাত্রা অত্যধিক বৃদ্ধি পেলে শরীরে এর নানাবিধ খারাপ লক্ষণ দেখা যায়। এর জন্য নিয়মিত ওষুধ খেতে হয় অনেককেই।
2/10
বাড়াবাড়ি হয়ে গেলে নিয়ম করে ইনসুলিন নিতেও হয়। ডায়াবেটিসের ওষুধের মতই কাজ করে ৬টি ফল, খেলে পাবেন উপকার।
3/10
ওষুধ না খেয়েও এই ৬ ফল আপনার রক্ত শর্করা কমাতে পারে। আগে জানতেন ? এই তালিকায় প্রথমেই রয়েছে জাম।
4/10
জামের মধ্যে থাকা জ্যাম্বোলিন উপাদান রক্ত শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারে। জাম খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ে, মিষ্টি খাওয়ার ইচ্ছে কমে আসে।
5/10
এরপরেই রয়েছে পেয়ারা। সুগার রোগীদের জন্য এই ফল যেন অমৃত। পেয়ারা রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া নিয়ন্ত্রণ করে।
6/10
আপেল খেলেও রক্ত শর্করা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। আপেলের মধ্যে থাকা ভরপুর অ্যান্টি-অক্সিড্যান্ট হার্টের স্বাস্থ্যও ভাল রাখে।
7/10
ফলের মধ্যে আপেলের সমগোত্রীয় আরেকটি ফল রয়েছে নাসপাতি। এই ফলেও এত বেসি ফাইবার রয়েছে যা কিনা গ্লুকোজ শোষণের গতি কমিয়ে দেয়।
8/10
ভিটামিন সি-তে ভরপুর কমলালেবুতে পেকটিন নামে একটি ফাইবার রয়েছে যা কিনা রক্তশর্করা নিয়ন্ত্রণের জন্য খুব উপকারি।
9/10
তবে কমলালেবুর রস নয়, ফল চিবিয়ে খেলেই মিলবে বেশি উপকার কারণ গোটা ফলেই থাকে ফাইবার।
10/10
সবশেষে রয়েছে কিউই। আকারে ছোট হলেও এই ফলে ফাইবার, ভিটামিন সি আর পটাশিয়াম থাকে। কিউই ফলে গ্লাইসেমিক লোডও অনেক কম থাকে।
Sponsored Links by Taboola