Diabetes : এই লক্ষণগুলিই বলে দেবে আপনি ডায়াবেটিক কি না
ডায়াবেটিস রোগীদের ৯০% টাইপ-2 ডায়াবেটিস আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া হিসেব অনুযায়ী, দ্রুত ডায়াবেটিসের থাবা চওড়া হচ্ছে। এর ফলে নানা বিধ ব্যাধি হয়। বা অন্য অসুখ বাঁকা দিকে চলে যেতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅকাল মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে মানুষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
বর্তমানে ডায়াবেটিস পৃথিবীব্যাপী বড় সমস্যা । ছোট শিশু থেকে শুরু করে তরুণ-তরুণীদের মধ্যেও প্রকোপ বাড়ছে ডায়াবেটিসের। এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে।
একবার ডায়াবেটিস শুরু হলে তা নিয়ন্ত্রণ করা গেলেও একেবারে সারিয়ে ওঠা কঠিন। তাই নিয়ন্ত্রণই ভরসা।
রক্তচাপের সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস, হার্ট অ্যাটাক, কেটে ছড়ে গেলে সেরে ওঠায় দেরি, কিডনির অসুস্থতা , দৃষ্টিশক্তি হ্রাসের মতো অনেক বড় সমস্যার হানা দিতে পারে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে।
জেনে নিন এই রোগের প্রাথমিত লক্ষণগুলি । ক্লান্তি, দুর্বলতা, ঝাপসা দৃষ্টি, অত্যধিক তেষ্টার মতো সমস্যা বাড়ে।
ঘন ঘন প্রস্রাব, মুখের আশেপাশেও ঘা , দেহের কোনও অংশ কাটাছড়া শুকোতে না চাওয়া ইত্যাদি সমস্যা দেখা যায় ডায়াবেটিকদের।
এই উপসর্গগুলি জানলে আগে থেকেই সুগার পরীক্ষা করানো যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -