Diabetes : এই লক্ষণগুলিই বলে দেবে আপনি ডায়াবেটিক কি না
অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে মানুষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
Diabetes : এই লক্ষণগুলিই বলে দেবে আপনি ডায়াবেটিক কি না
1/8
ডায়াবেটিস রোগীদের ৯০% টাইপ-2 ডায়াবেটিস আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেওয়া হিসেব অনুযায়ী, দ্রুত ডায়াবেটিসের থাবা চওড়া হচ্ছে। এর ফলে নানা বিধ ব্যাধি হয়। বা অন্য অসুখ বাঁকা দিকে চলে যেতে পারে।
2/8
অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে মানুষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
3/8
বর্তমানে ডায়াবেটিস পৃথিবীব্যাপী বড় সমস্যা । ছোট শিশু থেকে শুরু করে তরুণ-তরুণীদের মধ্যেও প্রকোপ বাড়ছে ডায়াবেটিসের। এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে।
4/8
একবার ডায়াবেটিস শুরু হলে তা নিয়ন্ত্রণ করা গেলেও একেবারে সারিয়ে ওঠা কঠিন। তাই নিয়ন্ত্রণই ভরসা।
5/8
রক্তচাপের সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস, হার্ট অ্যাটাক, কেটে ছড়ে গেলে সেরে ওঠায় দেরি, কিডনির অসুস্থতা , দৃষ্টিশক্তি হ্রাসের মতো অনেক বড় সমস্যার হানা দিতে পারে দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে।
6/8
জেনে নিন এই রোগের প্রাথমিত লক্ষণগুলি । ক্লান্তি, দুর্বলতা, ঝাপসা দৃষ্টি, অত্যধিক তেষ্টার মতো সমস্যা বাড়ে।
7/8
ঘন ঘন প্রস্রাব, মুখের আশেপাশেও ঘা , দেহের কোনও অংশ কাটাছড়া শুকোতে না চাওয়া ইত্যাদি সমস্যা দেখা যায় ডায়াবেটিকদের।
8/8
এই উপসর্গগুলি জানলে আগে থেকেই সুগার পরীক্ষা করানো যায়।
Published at : 22 Mar 2023 04:18 PM (IST)