Digital Nomad Visa: ভূমধ্যসাগরের কোলে এখানে নাকি জন্ম প্রেমের দেবীর, ‘যাযাবর’দের আহ্বান করছে এই দ্বীপরাষ্ট্র
Cyprus Digital Nomad Visa: সুবর্ণ সুযোগ। আবেদন করতে পারেন যে কেউ। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
কফি হাউসে দখলদারদের থাবা, থাম ভেঙে দোকান তৈরির অভিযোগ, কড়া ব্যবস্থার আশ্বাস পুরসভার, ‘সোনালী বিকেল কি হারিয়ে যাবে’, প্রশ্ন সাধারণের
2/10
ভূমধ্যসাগরের বুকে অবস্থিত ছবির মতো সাজানো দেশ। যাযাবর ভিসা নিয়ে সেখানে গিয়ে এক বছর থাকার সুবর্ণ সুযোগ হাজির।
3/10
দ্বীপরাষ্ট্র সাইপ্রাস এই সুযোগ দিচ্ছে। যে কোনও দেশের নাগরিকই আবেদন করতে পারেন।
4/10
ঘন নীল-সবুজ জল, সাদা বালি, ইতিউতি ঐতিহাসিক নিদর্শন, সাইপ্রাস বলতেই চোখের সামনে ভেসে ওঠে ছবির মতো সাজানো দেশটির ছবি। গ্রিকদের আরাধ্য, ভালবাসা ও সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইটির জন্মস্থান হিসেবেও পরিচিত সাইপ্রাস।
5/10
সেই সাইপ্রাস সরকারই অভিনব সুযোগ দিচ্ছে। তবে এই সুযোগ সকলের জন্য নয়, ‘ডিজিটাল যাযাবর’দের জন্য।
6/10
‘ডিজিটাল যাযাবর’ অর্থাৎ অফিস যেতে হয় না যাঁদের, ব্যবসা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না। যাঁরা প্রযুক্তির সাহায্য়ে যেখান থেকে খুশি বসে কাজ করতে পারেন, তাঁদের জন্যই এই সুযোগ।
7/10
এক বছরের জন্য এই Digital Nomad Visa দিচ্ছে সাইপ্রাস। পরে তা আরও দু’বছরের জন্য বাড়ানো হতে পারে। সাইপ্রাস সরকার জানিয়েছে, প্রথমে এক বছরের জন্য ‘যাযাবর ভিসা’ দেওয়া হবে। পরে তা আরও দু’বছরের জন্য বাড়ানো হতে পারে।
8/10
যে বা যিনি এই ‘যাযাবর ভিসা’র জন্য আবেদন করবেন, তাঁদের পরিবারের লোকজনও ওই একই ভিসা পেতে পারেন। তবে তাঁরা সাইপ্রাসে কোননও চাকরি বা ব্যবসার সুযোগ পাবেন না।
9/10
সবমিলিয়ে একটানা ১৮৩ দিন থাকলে এবং অন্য কোনও দেশের করদাতা না হলে, সংশ্লিষ্ট ব্যক্তি সাইপ্রাসের করদাতা নাগরিক হিসেবে বিবেচিত হবেন।
10/10
অন্য দেশের যে কোনও সংস্থার হয়ে কাজ করতে পারেন আবেদনকারী ব্যক্তি। তবে মাসিক রোজগার ভাল হতে হবে, মাসে ৩.২ লক্ষ টাকা অন্তত। সব কেটে যাওয়ার পর ওই টাকা হাতে পেতে হবে।
Published at : 02 Apr 2025 08:34 PM (IST)