Diwali 2021: উৎসবরে আলোয় মুছে যাক মহমারীর কালিমা, দূরে থাকা প্রিয়জনকে দীপাবলির শুভেচ্ছাবার্তা জানান
করোনা আবহে বদলে গিয়েছে অনেককিছুই। দূরে রয়েছেন অনেকেরই প্রিয়জন। মন খারাপ ঘরের মানুষের। উপায় নেই? দূর থেকেই শুভেচ্ছাবার্তা জানান প্রিয়জনকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামনেই দীপাবলি। তার আগে কাল ধনতেরাস। কার্তিক মাসের ত্রয়োদশী। এই তিথিতে ধনতেরস উৎসব। ধনদেবীর আরাধনার এক বিশেষ দিন।
দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। কম খচরে অনলাইন গিফট কিনে পাঠিয়ে দিতে পারেন প্রিয়জনকে। তালিকায় রাখতে পারেন রূপোর শোপিস, আংটি ইত্যাদি।সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। তবে নিজের সাধ্যমতন যে কোনও ধাতব সামগ্রী কেনাই এই দিনের রীতি। ' বিশ্বাস, কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি।
সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। তবে নিজের সাধ্যমতন যে কোনও ধাতব সামগ্রী কেনাই এই দিনের রীতি। ' বিশ্বাস, কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি।
তাই দীপাবলির দু'দিন আগে শুরু হয়ে যায় ধনতেরস। শুরু হয় কেনাকাটা। ধনতেরসে ঘরে আসুক সম্পদ। ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করাই প্রথা৷ যাতে সারা বছরের জন্য নিশ্চিত হয় সম্পদ-বৃদ্ধির সম্ভাবনা।
এই বছর আতশবাজি নিয়ে হাইকোর্টের নির্দেশ মেনে দূরের মানুষকেও সতর্কবার্তা পাঠান।
বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা থাকলেও বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও পরিজনদের ভালবাসা ও শুভ কামনায় ভরা শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা পাঠানোয় কোনও আপত্তি নেই।
আপনি দীপাবলির শুভেচ্ছাবার্তা ও কবিতা খুব সহজেই কপি করে হোয়াটস্যাপ অথবা এস এম এসের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের পাঠিয়ে শুভেচ্ছা জানান।
সুস্থতা কামনা করে কাছের মানুষদের শুভেচ্ছাবার্তা জানান, লিখতে পারেন 'এই উৎসবের আলোয় কেটে যাক জীবনে কালিমা, আলোকিত হোক তোমার জীবন।' লিখতে পারেন 'আলোয় ভুবন ভরে উঠুক। যত কালো মুছে যাক! প্রদীপের আলো মনের আঁধার মুছিয়ে দিক। মা কালির কৃপাধন্য হোক জীবন।
এছাড়াও লিখুন, 'জীবন হোক পবিত্র, লড়াইটা হোক অন্ধকার থেকে আলোর পথে। যা কিছু সত্য ও একনিষ্ঠ, সফলতা পাক।' বা খুব সাধারণভাবেই লিখতে পারেন, 'উত্সবে তোমায় জানাই দীপাবলীর অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসাট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -