Diwali 2023: বাজি থেকে সাবধান, পরনে থাক সুতির পোশাক, আলোর উৎসবে থাকুন সতর্ক
Diwali 2023: আলোর উৎসব মানেই বাড়তি উন্মাদনা। সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন অনেকেই। কিন্তু আনন্দের মাঝেও থাকতে হবে সতর্ক।
ফাইল ছবি
1/9
দীপাবলি মানেই আলোর রোশনাই। উৎসবের আলোতে ভেসে যাওয়ার সময়। তবে আনন্দের মাঝেও থাকতে হবে সতর্ক।
2/9
নিজের খেয়াল তো রাখতেই হবে। একইসঙ্গে আশেপাশের মানুষের যাতে কোনও সমস্যা না হয় তা নজর রাখা প্রয়োজন। আতসবাজি, আগুন থেকে সাবধানতা প্রয়োজন।
3/9
দীপবলির সময় অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন। তাতেও কিন্তু সতর্ক থাকতে হবে। বাইরে ভ্রমণের ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?
4/9
আতসবাজি থেকে দূষণ বাড়ে। তাই সতর্কতা অবলম্বনে পরতে হবে মাস্ক। অতিরিক্ত শব্দে সমস্যা থাকবে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে।
5/9
যে কোনও উৎসব মানেই মিষ্টিমুখ। আর তাতে অবশ্যই চিনি, ঘি। তাই বাইরে বেরোলেও এই সময় নিজের ডায়েটের দিকেও নজর রাখতে হবে।
6/9
বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। ফল, দই, স্বাস্থ্যকর স্ন্যাকস যোগ করতে হবে ডায়েটে।
7/9
বাজি থেকে বিপদের আশঙ্কা থাকে। এই সময় পরতে হবে পাতলা সুতির জামা কাপড়। সিন্থেটিক জামা এড়িয়ে চলাই ভাল।
8/9
সাধারণত সবার বাড়িতেই ফার্স্ট এইড কিট থাকে। দীপবলির সময় বাইরে গেলেও তা সঙ্গে রাখা প্রয়োজন। ছোটখাট কোনও দুর্ঘটনা ঘটলে সহায় হতে পারে ফার্স্ট এইড কিট।
9/9
দীপবলির সময় অবশ্যই প্রিয় পোষ্যটির খেয়াল রাখতে হবে। বাজির আওয়াজে কুকুর, বিড়ালের কষ্ট হয়। তাই যতটা সম্ভব তাদের ঘরের মধ্যে রাখুন।
Published at : 03 Nov 2023 10:29 AM (IST)