Diwali 2023: বাজি থেকে সাবধান, পরনে থাক সুতির পোশাক, আলোর উৎসবে থাকুন সতর্ক
দীপাবলি মানেই আলোর রোশনাই। উৎসবের আলোতে ভেসে যাওয়ার সময়। তবে আনন্দের মাঝেও থাকতে হবে সতর্ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের খেয়াল তো রাখতেই হবে। একইসঙ্গে আশেপাশের মানুষের যাতে কোনও সমস্যা না হয় তা নজর রাখা প্রয়োজন। আতসবাজি, আগুন থেকে সাবধানতা প্রয়োজন।
দীপবলির সময় অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন। তাতেও কিন্তু সতর্ক থাকতে হবে। বাইরে ভ্রমণের ক্ষেত্রে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?
আতসবাজি থেকে দূষণ বাড়ে। তাই সতর্কতা অবলম্বনে পরতে হবে মাস্ক। অতিরিক্ত শব্দে সমস্যা থাকবে ইয়ার প্লাগ ব্যবহার করতে হবে।
যে কোনও উৎসব মানেই মিষ্টিমুখ। আর তাতে অবশ্যই চিনি, ঘি। তাই বাইরে বেরোলেও এই সময় নিজের ডায়েটের দিকেও নজর রাখতে হবে।
বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। ফল, দই, স্বাস্থ্যকর স্ন্যাকস যোগ করতে হবে ডায়েটে।
বাজি থেকে বিপদের আশঙ্কা থাকে। এই সময় পরতে হবে পাতলা সুতির জামা কাপড়। সিন্থেটিক জামা এড়িয়ে চলাই ভাল।
সাধারণত সবার বাড়িতেই ফার্স্ট এইড কিট থাকে। দীপবলির সময় বাইরে গেলেও তা সঙ্গে রাখা প্রয়োজন। ছোটখাট কোনও দুর্ঘটনা ঘটলে সহায় হতে পারে ফার্স্ট এইড কিট।
দীপবলির সময় অবশ্যই প্রিয় পোষ্যটির খেয়াল রাখতে হবে। বাজির আওয়াজে কুকুর, বিড়ালের কষ্ট হয়। তাই যতটা সম্ভব তাদের ঘরের মধ্যে রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -