Hair Care Tips: বিনুনিতে সত্যিই কি তাড়াতাড়ি চুল বাড়ে? এই ভুলে ভালর চেয়ে বেশি খারাপই হতে পারে
Hair Health: ছোট থেকে শুনে এলেও, বিনুনি কি আদৌ চুলের বৃদ্ধিকে ত্বরাণ্বিত করে? ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
বিনুনি করলে তাড়াতাড়ি চুল লম্বা হয় বলে ধারণা অনেকেরই। কিন্তু এই তত্ত্ব বাস্তবসম্মত নয় বলেই মত বিশেষজ্ঞদের।
2/10
এমনিতে বিনুনি করলে সহজেই চুল সামলানো যায়। কিন্তু কিছু ক্ষেত্রে বিনুনি চুলের ক্ষতিও করে বলে মত তাঁদের।
3/10
বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্য মূলত নির্ধারিত হয় জিনের মাধ্যমে। পরবর্তী কালে জীবনযাপন, ডায়েটও চুলের স্বাস্থ্য নির্ধারণ করে।
4/10
বিনুনি করলে চুল তাড়াতাড়ি বাড়ে বলে কোনও প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। তবে আলগা বিনুনিতে চুলের ক্ষতি হয় না। চুলের ডগা সহজে ফাটে না।
5/10
সুতোর চেয়ে সুতোয় পাকানো দড়ি যেমন মজবুত হয়, তেমনই বিনুনি করে রাখলে চুলের গঠন মজবুত হয়। তবে এর সঙ্গে বৃদ্ধির কোনও যোগ নেই।
6/10
খোলা চুলে ঘুমাতে গেলে, চাদরে, বালিশে ঘষা লেগে চুলের ক্ষতি হয়। বিনুনি করে রাখলে তুলনামূলক কম ক্ষতি হয়।
7/10
চুল খুলে রাখলে জট পড়ে। চিরুণি দিয়ে ছাড়াতে গেলে চুল ঝরেও। বিনুনি করে রাখলে সেই সমস্যা থেকে রেহাই মেলে।
8/10
চাইলে চুল বিনুনি করে রাখতেই পারেন। কিন্তু শক্ত করে বিনুনি বাঁধবেন না কখনও। এতে চুল ফলিকল থেকে আলাদা হয়ে যেতে পারে।
9/10
শক্ত করে বিনুনি বাঁধলে বেশি চুল ঝরতে পারে। বিনুনি বাঁধলে, আলগা করে বাঁধুুন। একভাবে শুধু বিনুনি বেঁধে রাখবেন না। চুলকে কখনও কখনও খুলেও রাখুন।
10/10
তবে বিনুনি বাঁধুন, বা খুলে রাখুন চুল, স্বাস্থ্যকর ডায়েট, সঠিক জীবনযাপন অত্যন্ত জরুরি। নইলে সময়ের অনেক আগেই চুল পাতলা হতে শুরু করবে। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 28 Jan 2025 07:44 AM (IST)