Tulsi Leave: তুলসি পাতা ভুলেও এই দিনে তুলবেন না, আসতে পারে বড় বিপর্যয়
তুলসি পুজো করলে জীবনের সাফল্য আসে। গাছ কাটা, পাতা ছেঁড়া খুব শুভ সময় নয়। তুলসি গাছের একটি বিশেষ বলে মনে করা হয় কারণ এটি বিষ্ণুরূপ বলে মনে করায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাছাড়া মা লক্ষ্মীর সঙ্গে তুলসির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাই তুলসির গাছের পাতা শুভ বলে মনে করা হয়।
বলা হয় রবিবার বিষ্ণুরূপে শালগ্রামের সঙ্গে তুলসি দেবীর বিয়ে হয়েছিল। মঙ্গলবার তুলসি গাছ কাটা তাই শুভ নয়।
মঙ্গলবার তুলসি গাছের পুঁতবেন না, এটি করলে আপনার জীবনে আর্থিক দিকে নানান অবনতি হবে। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। পারিবারিক জীবনে নানা অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনি জীবনে কখনোও সুখী হবেন না।
রবিবার তুলসি গাছ কখনোই ভাঙবেন না বা তার পাতা ছিঁড়বেন না। কারণ, শ্রী বদ্রীনাথ, জগনাথ পুরীর মতন জায়গায় তুলসীর দেবীর পুজো রবিবার করা হয়।
সেই জন্য তুলসি পাতা তোলার আগে দেখে নেবেন দিনক্ষণ
- - - - - - - - - Advertisement - - - - - - - - -