Health News: গাড়িতে জলের বোতল রেখে দেন, সেটাই পান করেন পরে? সতর্ক করলেন গবেষকরা
Drinking Water Left in Car: কেন বিপদ, কী হতে পারে, জানালেন গবেষকরা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
গাড়িতে জলের বোতল না রাখলে চলে না। কিন্তু প্লাস্টিকের বোতল জল সুদ্ধ গাড়িতে রেখে নেমে যাওয়া এবং পরে সেই জল পান করা মোটেই উচিত নয়।
2/10
গবেষকরা জানাচ্ছেন, বাজারে প্লাস্টিকের বোতলবন্দি যে জল কিনতে পাওয়া যায়, তার ৮০ শতাংশেই মাইক্রোপ্লাস্টিক থাকে। এমন আরও কিছু ক্ষতিকর উপাদান থাকে, যাতে ক্যান্সার থেকে বন্ধ্য়াত্বের সমস্যাও দেখা দেয়। শিশুদের বৃদ্ধি ব্যহত হয়, ডায়বিটিসের মতো রোগ বাসা বাঁধে শরীরে।
3/10
গাড়িতে প্লাস্টিকের বোতলে জল রেখে দিয়ে তা পান করলে আরও ক্ষতি হয় বলে মত গবেষকদের। তাঁরা জানিয়েছেন, গাড়ি লক করে চলে এলে, তাতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালু থাকে না। ফেল ভিতরের পরিবেশ গরম হয়ে ওঠে। এতে বোতলবন্দি জল আরও বিষাক্ত হয়ে ওঠে।
4/10
চিনের নানজিং ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গিয়েছে, চার সপ্তাহ পর্যন্ত প্লাস্টিকের বোতলে জল রেখে দিলে, তাপমাত্রা ১৫৮ ডিগ্রি ফারেনহাইট বা ৭০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। উচ্চ তাপমাত্রায় পলিথিলিন টেরেফথালেট দিয়ে তৈরি বোতল থেকে জলে অ্যান্টিমনি এবং বিসফেনল এ মিশে গিয়েছে।
5/10
অ্যান্টিমনি শরীরে গেলে তা থেকে মাথার যন্ত্রণা, বমি, তলপেটে যন্ত্রণা হতে পারে। ঘুম না হতে পারে রাতে। দীর্ঘমেয়াদি প্রভাবও রয়েছে এর। ফুসফুসের ক্ষতি হয়, স্টমাক আলসারও হতে পারে।
6/10
বিসফেনোল এ-র সঙ্গে ক্যান্সার, বন্ধ্যাত্ব, অটিজম, কার্ডিওভাসকুলার এবং অকাল মৃত্যুর সংযোগ মেলে। ফলে বিষয়টি নিয়ে সচেতনতা গড়ে ওঠা উচিত বলে মত চিকিৎসকদের।
7/10
গবেষকদের দাবি, এমনি দিনে বাইরের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস হলেও, গাড়ির ভিতরের তাপমাত্রা হতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস। ৪০ মিনিটের মধ্যে সেই তাপমাত্রা ৪৭ ডিগ্রিতে পৌঁছে যায়। এক ঘণ্টার মধ্যে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কোটা ছাড়িয়ে যেতে পারে।
8/10
চিনের গবেষকরা জানিয়েছেন, ভিতরের তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেলে অ্যান্টিমনি ও বিসফেনল এ-র নির্গমন আরও বাড়ে। ২০২৩ সালে কানাডার McGill ইউনিভার্সিটিও একই তথ্য় সামনে এনেছিল।
9/10
প্লাস্টিকের বোতলের উপর উচ্চ তাপমাত্রার প্রভাব নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছিল। তাতে দেখা যায়, ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পলিথিলিনের মতো সাধারণ প্লাস্টিক ছাড়াও মাইক্রো ও ন্যানো প্লাস্টিক নির্গত হয়েছে জলে।
10/10
সম্প্রতি আর একটি সমীক্ষায় বলা হয়, যত দামি ব্র্যান্ডেরই হোক না কেন, প্লাস্টিকের বোতল মাত্রেই হাজার হাজার বিষাক্ত মাউক্রোপ্লাস্টিক থাকে। মাইক্রোপ্লাস্টিক DNA-র ক্ষতি করে, জিনের কার্যক্রমে প্রভাব ফেলে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে মত গবেষকদের। তথ্যসূত্র: ডেলিমেইল।
Published at : 30 Aug 2025 06:08 PM (IST)