Durga Puja 2021 : পঞ্চমী-ষষ্ঠী ঠাকুর দেখে ক্লান্ত ? ঝটপট জেনে নিন কীকরে ফ্রেশ লাগবে ?

Durga Puja 2021 : পঞ্চমী-ষষ্ঠী ঠাকুর দেখে ক্লান্ত ? ঝটপট জেনে নিন কীকরে ফ্রেশ লাগবে ?

1/10
রাতভর ঠাকুর দেখে ক্লান্ত ? ফ্রেশনেস ধরে রাখার সহজ কিছু টিপস জেনে নিন
2/10
প্যাচপ্যাচে গরম। সেই সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এরই মধ্যে সারাদিক ঝকঝকে তকতকে থাকার চ্যালেঞ্জ। তাই ভরসা রাখুন ওয়াটার প্রুফ মেক আপে। সহজে গলে পড়বে না। ঘেমে নেয়ে একসা হওয়ার প্রবণতাও কমবে।
3/10
ত্বকে গ্লো আনতে গোলাপ জলের জুড়ি নেই। ব্যবহার করতেই পারেন Rosewater Toner ।
4/10
চোখের ফোলাভাব ও ডার্ক সার্কল কমাতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। কটন বলে রোজ ওয়াটার দিয়ে চোখের উপর রাখুন। তারপর একটু ঘুমিয়ে নিন।
5/10
সারাদিন প্রচুর জল খান। প্রয়োজনে লেবুর জল খেয়ে ফ্রেশ হয়ে নিন।
6/10
একবার বাইরে থেকে ঘুরে এসে স্কিন স্ক্রাব করা মাস্ট। নইলে দূষণ থেকে ধুলোকণা - সবই রোমকূপে বাসা বাঁধবে ও পিম্পল দেখা দেবে। মুখের জন্য মিহি দানার স্ক্রাব ব্যবহার করুন।
7/10
অনেকক্ষণ ধরে ঠাকুর দেখার ফলে মুখে চোখে ক্লান্তির ছাপ আসতে বাধ্য। স্কিনে স্ট্রেসের ছাপ কমাতে আইস ম্যাসাজ করতে পারেন। ঠান্ডা জলে মুখ ধুয়ে শশার কুচি দিয়ে চোখ চাপা দিয়ে বিশ্রাম নিন।
8/10
অনেকক্ষণ ধরে ঠাকুর দেখলে মুখে ঘাম ও তেল জমতে পারে। এরফলে অ্যাকনে ও দাগছোপ আসতে পারে।
9/10
রাত জেগে ঠাকুর দেখলে দুপুরে পাওয়ার ন্যাপ নেওয়া মাস্ট। বেশি্ করে জল খান।
10/10
মূলতানি মাটির ঘরোয়া মাস্কও উপকারী।
Sponsored Links by Taboola