Make Up Tips : পুজোর সময় দিনের বেলায় মেকআপ করলে কী কী খেয়াল রাখা জরুরি ?

Make Up : মেকআপ প্রোডাক্টের সবকটাই ত্বকের ধরন অনুসারে বেছে নিতে হবে এবং ত্বকের মধ্যে ভালভাবে মেকআপ বসার জন্য সময় দিতে হবে।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র - পিক্সেলস। পুজোর সময় সাজগোজ তো করতেই হবে। দিনের বেলায় বেরোলেও অনেকেই মেকআপ করবেন। সেক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখবেন, দেখে নিন।
2/10
ছবি সূত্র - পিক্সেলস। দিনের মেকআপ সবসময় হাল্কা করা জরুরি। যতটা সমভব কম মেকআপ প্রোডাক্ট ব্যবহার করতে হবে। যাতে দেখতে খুব চড়া মেকআপ না লাগে।
3/10
ছবি সূত্র - পিক্সেলস। দিনের বেলায় বেরোচ্ছেন। মেকআপ যাই করুন না কেন, সানস্ক্রিন কিন্তু মাস্ট। ব্যবহার করতেই হবে। ত্বকের ধরন অনুসারে সানস্ক্রিন বেছে নিন।
4/10
ছবি সূত্র - পিক্সেলস। যাঁদের খুব বেশি ঘাম হয়, তাঁরা মেকআপ করার শেষে পাউডার দিয়ে মেকআপ সেট করুন। এছাড়াও ব্যবহার করতে পারেন মেকআপ ফিক্সার। তাহলে ঘামে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা কমবে।
5/10
ছবি সূত্র - পিক্সেলস। যাঁরা একদম হাল্কা মেকআপ করতে পছন্দ করেন, তাঁরা নজর দিন কাজল এবং লিপস্টিকে। চোখ এবং ঠোঁট সুন্দর করে সাজালেই চলবে। আর কিছুর দরকার নেই।
6/10
ছবি সূত্র - পিক্সেলস। দিনের বেলায় মেকআপ করে বেরোলে সঙ্গে অবশ্যই রাখুন টিস্যু পেপার। ঘাম হলে আলতো করে মুছে নিতে পারবেন। মেকআপও নষ্ট হবে না।
7/10
ছবি সূত্র - পিক্সেলস। এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই ওয়াটার প্রুফ মেকআপ করতে পারেন সুবিধার জন্য। এতে মেকআপ সহজে নষ্ট হবে না।
8/10
ছবি সূত্র - পিক্সেলস। সেনসিটিভ স্ক্রিন হলে মেকআপ যত কম করবেন, ত্বকের পক্ষে তত ভাল। ব্রনর সমস্যা, অন্যান্য র‍্যাশ-চুলকানি এইসবও দেখা যাবে না
9/10
ছবি সূত্র - পিক্সেলস। মেকআপ প্রোডাক্টের সবকটাই ত্বকের ধরন অনুসারে বেছে নিতে হবে এবং ত্বকের মধ্যে ভালভাবে মেকআপ বসার জন্য সময় দিতে হবে।
10/10
ছবি সূত্র - পিক্সেলস। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola