Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Durga Puja Weather : দুর্গাপুজোর আগেই বৃষ্টির অশনি সঙ্কেত, নিম্নচাপ তৈরির আশঙ্কা, বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোর আগে চিন্তার খবর দিল আবহাওয়া দফতর। বাংলার আকাশে দুর্যোগ-সঙ্কেতই দেখছে আবহাওয়া দফতর। আপাতত কয়েকদিন আকাশ পরিষ্কার হলেও , খুব শিগগিরিই ফের মেজাজ বিগড়োবে আবহাওয়ার ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত সপ্তাহের টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণ বঙ্গ। বেশ কয়েকটি জেলার পরিস্থিতি ভয়াবহ। প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে বিভিন্ন ব্যারেজ থেকে। এর জলে গ্রামের পর গ্রাম ডুবেছে।
আজ শনিবার অবধি, মূলত পরিষ্কার আকাশই থাকবে দক্ষিণবঙ্গে। রোদ ঝলমলে পরিবেশ থাকবে।
সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার।
আবহাওয়া দফতরের আশঙ্কা, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে । অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশি।
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন। আর তার জেরে ভেসেছে দক্ষিণবঙ্গের একের পর এক গ্রাম।
meteoprog.com জানাচ্ছে, ২ অক্টোবর বা মহালয়া থেকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রির মধ্যে।
এই কয়েকদিন আবহাওয়া থাকবে রৌদ্রজ্জ্বল। বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তাই পুজোয় অল্প অল্প বৃষ্টি হলেও কাটবে স্বস্তিতেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -