Cleaning Silver: ঝকঝকে থাকবে রুপোর গয়না, জিনিসপত্র, পরিষ্কার করুন এই ঘরোয়া উপায়ে...
Silver Cleaning Hacks: বাড়িতেই পরিষ্কার করে নিন রুপোর গয়না, জিনিসপত্র। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
সবসময় সোনার গয়না কেনা বা পরে থাকা সাধ্যে কুলোয় না আমাদের। অনেকে আবার সোনার চেয়ে রুপোর গয়না বেশি পছন্দ করেন। কিন্তু রুপোর গয়না কালো হয়ে গেলে সমস্যায় পড়তে হয়।
2/10
হয় সেই গয়না পরি না আমরা, নয়ত বা দোকানে গিয়ে পাল্টে আনি। কিন্তু রুপোর গয়না নিয়মিতর পরিষ্কার রাখলেই অনেক দিন চালানো সম্ভব। কী করে রুপোর গয়না পরিষ্কার করবেন জানুন।
3/10
রুপোর গয়না হোক বা বাসন, পরিষ্কার করতে অ্যালুমিনিয়াম ফয়েল এবং ডিটারজেন্টের জুড়ি নেই। অ্যালুমিনিয়াম ফয়েলকে প্রথমে গরম জলে ফিজিয়ে রাখুন। এর পর এক চামচ লিক্যুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। সেই জলে ফেলে দিন রুপোর গয়না, বাসনপত্র। কয়েক মিনিট রেখে ধুয়েমুছে নিলেই ঝকঝকে হয়ে যাবে।
4/10
একই ভাবে ডিটারজেন্টের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। একটি বড় পাত্রে প্রথম অ্যালুমিনিয়ামের ফয়েল বিছিয়ে দিন। ঝকঝকে দিকটি উপরে থাকবে। এবার বেকিং সোডা ও জল ঢেলে দিন। ওই জলের মধ্যে রুপোর গয়না, বাসন ফেলে দিন। একবারে পরিষ্কার না হলে, একাধিক বার এই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।
5/10
রুপোর গয়নার ঝকঝকে ভাব চলে গেলেস, কর্নফ্লাওয়ার এবং জলের মিশ্রণ তৈরি করুন। মোটা করে লাগিয়ে নিন গয়নার উপর শুকিয়ে গেলে ধুয়ে-মুছে নিন।
6/10
শুনতে অদ্ভুত লাগলেও, কেচআপ দিয়ে রুপোর গয়না পরিষ্কার করতে পারেন। টিস্যুতে তিন-চার ফোঁটা কেচআপ নিন। এবার ওই টিস্যু দিয়ে গয়না মুছ নিন। কেচআপ লাগিয়ে ১৫ মিনিট পর্যন্ত রেখে দিলে আরও ভাল ফল মিলবে।
7/10
হাত পরিষ্কার করতে যদি স্যানিটাইজার ব্যবহার করেন, তা দিয়েও রুপোর গয়না পরিষ্কার করতে পারবেন। টিস্যুতে স্যানিটাইজার মাখিয়ে, তা দিয়ে গয়না ঘষে নিন। তবে পাথর বসানো গয়নার উপর স্যানিটাইজার না প্রয়োগ করাই ভাল।
8/10
সাধারণ টুথপেস্ট ব্যবহার করুন রুপোর গয়না পরিষ্কার করতে। কাগজের টুকরো বা কাপড়ের টুকরোয় লাগিয়ে গয়নার উপর ঘষুন। ৫ মিনিট রেখে ধুয়ে নিলেই দেখবেন গয়না, বাসনপত্র ঝকঝকে হয়ে গিয়েছে।
9/10
যে বাক্সে রুপোর গয়না বা বাসন রাখেন, তার মধ্যে চক রেখে গিলে অনেকদিন পর্যন্ত জিনিস ঝকঝকে থাকবে। চট সমস্ত আর্দ্রতা শুষে নেবে। চকের পরিবর্তে ছোট সিলিকা জেলও কিনতে পারেন।
10/10
তবে রুপোর গয়না এবং জিনিসপত্র পরিষ্কার করতে কখনও ওয়্যাক্স, ভিনিগার, ব্লিচ, অ্যালুমিনিয়াম এবং আয়রনের মিশ্রণ ব্যবহার করবেন না। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন।
Published at : 03 Nov 2024 09:37 AM (IST)