Covid 19 JN.1 Variant : একসঙ্গে ৮ টি JN.1 সংক্রমণের হদিশ, কতটা বিপদে বাংলা?
নতুন বছরেও রাজ্যে করোনা ভাইরাসের চোখ রাঙানি! কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ইনসাকগ (INSACOG) সূত্রে খবর, এবার একসঙ্গে ৮টি JN.1 উপপ্রজাতির হদিশ মিলেছে বাংলায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে, বাংলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ জন।
সম্প্রতি, রাজ্য থেকে করোনা আক্রান্তদের যে নমুনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিকসে পাঠানো হয়েছিল, সূত্রের খবর, তাতে একটি ব্যাচেই একসঙ্গে ৮টি JN.1 উপপ্রজাতির উপস্থিতি মিলেছে!
স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, রাজ্যে মোট ৮ জনের ভ্য়ারিয়েন্ট পাওয়া গেছে, সরকার ওয়াকিবহাল। প্রয়োজনীয় পরীক্ষা করছে। আক্রান্তরা সুস্থ আছে। আমরা নজর রাখছি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গে চলতি মরশুমে এখনও পর্যন্ত ২৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪ জন।
চিকিৎসক সুশ্রুত বন্দ্যোপাধ্যায় মনে করছেন, ভাইরাস আসতে থাকবে। সতর্ক থাকতে হবে আদের, ভিড়ে গেলে মাস্ক পরা ভাল। এখনই উদ্বেগের কিছু নেই।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ইনসাকগ (INSACOG) সূত্রে খবর, ১১ জানুয়ারি পর্যন্ত ১৬টি রাজ্য়ে মোট ৯৭১ জন JN.1 উপপ্রজাতিতে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে
সেই JN.1 উপপ্রজাতির হদিশ এবার বাংলায় পাওয়া গেল। বৃহস্পতিবারই সংক্রমণ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
শুক্রবার পাওয়া পরিসংখ্যানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৮।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -