Black Coffee: দিনভর ঘনঘন কালো কফি খান, মারাত্মক ক্ষতি হতে পারে ত্বকের
Black Coffee Side Effects: অনেকেরই সারাদিনে অনেকবার ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস থাকে। এই অভ্যাস আপনার ত্বকের অনেক ক্ষতি করতে পারে। কী কী সমস্যা দেখা দিতে পারে, জেনে নিন।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
অতিরিক্ত কোনও কিছুই করা ভাল নয়। সেই তালিকায় পড়ে অতিরিক্ত ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাসও।
2/10
সারাদিনে অনেকবার ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস অনেকেরই থাকে। এই অভ্যাস বিরূপ প্রভাব ফেলতে পারে আপনার ত্বকে।
3/10
অতিরিক্ত ব্ল্যাক কফি খেলে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে ভীষণ ভাবে। আসলে ব্ল্যাক কফি আমাদের শরীরকেই ডিহাইড্রেটেড করে দেয়।
4/10
ত্বক ডিহাইড্রেটেড হয়ে গেলে আপনার ত্বক অবশ্যই রুক্ষ এবং শুষ্ক প্রকৃতির হয়ে যাবে। তাই অতিরিক্ত ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস বাদ দিন।
5/10
অতিরিক্ত ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস আমাদের ত্বকের সময়ের আগেই বলিরেখার প্রভাব ফেলতে পারে। অর্থাৎ রিঙ্কেলস দেখা যেতে পারে।
Continues below advertisement
6/10
ত্বকে রিঙ্কেলসের পরিমাণ বেড়ে গেলে ত্বক কুঁচকে যাবে খুব সহজেই। দেখতে বাজে লাগবে ত্বক। একবার এই প্রক্রিয়া শুরু হয়ে গেলে, নিয়ন্ত্রণ করা সমস্যার।
7/10
অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাস ত্বকের উজ্জ্বল ভাব কমিয়ে দেয়। ফলে ত্বক দেখতে লাগে জৌলুসহীন। জেল্লা উধাও হয়।
8/10
খুব বেশি ব্ল্যাক কফি খেলে ত্বকের সিবাম প্রোডাকশন বেড়ে যেতে পারে। এর ফলে ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যাবে। পোরসগুলির মুখে সহজে জমবে নোংরা। মারাত্মক ভাবে দেখা দেবে ব্রনর সমস্যা।
9/10
অয়েলি স্কিনের ক্ষেত্রে ব্রনর সমস্যা এমনিতেই বেশি দেখা যায়। তার মধ্যে অতিরিক্ত কফি খাওয়ার কারণে এই সময় আরও বেড়ে গেলে তা অসুবিধাজনক।
10/10
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 03 Nov 2025 08:30 PM (IST)